স্টাফ রিপোর্টার : সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন ১৪নং ওয়ার্ডের বাসিন্দা মো: পংকি মিয়া হত্যা মামলার প্রধান আসামীদের গ্রেফতার করেছে পুলিশ। বিগত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭:৩০ ঘটিকার দিকে তুলসী-১১২নং বাসার ভিতরে এ হত্যা কাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার মূল আসামি মৃত ফারুক মিয়ার পুত্র তারেক আহমদ ও কন্যা আফসানা বেগমকে গত ২৩ সেপ্টেম্বর তাহাদের নানার বাড়ি হইতে কোতোয়ালি থানা পুলিশ গ্রেফতার করেছে।
ঘটনার বিষয়ে মৃত পংকি মিয়ার ছেলে ইমন আহমদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তার মায়ের পৈত্রিক সম্পত্তি আসামিরা অন্যায় ভাবে ভোগ দখল করে আসতেছি। এ বিষয় নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে শালিশও হয় কিন্তু আসামীরা কোন কিছুই মানে না। তিনি আরো বলেন, ঘটনার দিন রাত অনুমানিক ৭ টা ৩০ ঘটিকার দিকে তার বাবা, মা, ছোটমামা সহ তিনি আসামিদের বাসায় যান। আসামিরা তাদেরকে দেখা মাত্রই উত্তেজিত হয়ে গালিগালাজ শুরু করে এবং তারেক আহমদ দা দিয়ে পংকি মিয়াকে হত্যার উদ্দেশ্যে মাথায় কুপ মারিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং আফসানা বেগম তাহার মৃত্যু নিশ্চিত করার জন্য তার মুখ চেপে ধরে।পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তার পিতাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত্রে তার পিতা মারা যান। উক্ত ঘটনায় তিনি বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামিরা গ্রেপ্তার হওয়ায় তিনি সন্তুষ্ট প্রকাশ করেন। অপরদিকে, স্থানীয় সূত্রে জানা যায় ভিন্ন খবর, নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, আসামিদের পিতার রেখে যাওয়া বাড়ি দখল করার প্রায়তারায় লিপ্ত তাদেরই আপন চাচাতো ও ফুফাতো ভাইয়েরা। মূলত এই বাড়িটির মালিক মৃত ফারুক মিয়া। তিনি জীবিত থাকা অবস্থায় জায়গার বাগ-ভাটোরা করে যান কিন্তু তিনি মারা যাওয়ার পর তার ভাতিজা ও ভাগিনারা বাসা দখল করায় চেষ্টা করতেছিল। তিনি আরো বলেন, কয়েক কোটি টাকা মূল্যের বসাটি দখল নেয়ার জন্য মৃত ফারুক মিয়ার ছেলে ও মেয়েকে মিথ্যা ভাবে এই মামলায় ফাঁসানো হয়েছে।
এ ঘটনায় কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বাদীর মামলার প্রেক্ষিতে আসামিদের গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302