• ২৫শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেট জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক শাহীনকে ফুলেল শুভেচ্ছা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৪
সিলেট জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক শাহীনকে ফুলেল শুভেচ্ছা

একুশে নিউজ ডেস্ক : সদ্য ঘোষিত সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আবু সাঈদ শাহীন ও জেলা যুবদলের সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেহান আহমদ কামরানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিলেট জেলা ছাত্রদল, সিলেট সদর উপজেলা যুবদল ও খাদিমনগর ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা যুবদল নেতা সিদ্দিকুর রহমান, আলমগীর হোসেন, আনছার আলী, হাফিজুর রহমান, নুর আহমদ, সিলেট জেলা ছাত্রদলের কার্যকরি কমিটির সদস্য সাজ্জাদ হোসেন, ৩নং খাদিমনগর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন রানা, সাংগঠনিক সম্পাদক সম্পাদক পারভেজ আহমদ, খাদিমনগর ইউনিয়ন ছাত্রদল নেতা ফারুক আহমদ, আনোয়ার হোসেন প্রমুখ।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত সিলেট জেলা যুবদলের ২৯১ সদস্য বিশিষ্ট কমিটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।