ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন বানিকান্দি গ্রামে প্রেম সংক্রান্ত বিরোধেদের জেরে মো: আল আমিন নামের এক প্রবাসীর বাড়িতে হামলা ও ভাংচুরের খবর পাওয়া গেছে। ঘটনাটি গত ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার), বেলা ২:৪০ ঘটিকার সময় বানিকান্দি গ্রামের মো ওয়ারীদ আলীর ছেলে মো: আল আমিন এর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মইনপুর গ্রামের রমজান আলীর মেয়ে রেজনা বেগমের সাথে আল আমিনের প্রেমের সম্পর্ক ছিল। আল আমিন বর্তমানে লন্ডনে অবস্থান করিতেছেন। আল আমিনের সাথে রেজনা বেগমের এর পূর্বের কিছু ঘনিষ্ঠ ছবি স্থানীয় এলাকায় ছড়িয়ে পড়লে এ ঘটনার সূত্রপাত হয়।
ঘটনার বিষয়ে আল আমিনের পিতা মোঃ ওয়ারিদ আলী এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রমজান আলীর ছেলে জায়েদ আহমদ এর নেতৃত্বে ১০/১২ জন অজ্ঞাত যুবক তার বাড়িতে ওতর্কিত হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করে তাকে ও তার ছোট ছেলে মো ইব্রাহিমকে শারীরিকভাবে নির্যাতন করে আহত করে। এ সময় তারা হুমকি দিয়ে বলে আল আমিনকে খুঁজে পেলে তারা প্রাণে মেরে ফেলবে। পরবর্তীতে স্থানীয়রা এসে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।
ঘটনার বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রবাসী আল আমিনের সাথে কিছু ঘনিষ্ঠ ছবি স্থানীয় এলাকায় প্রচার হইলে মেয়ের ভাই উত্তেজিত হয়ে এই ঘটনা ঘটিয়েছে বলে তিনি জানতে পেরেছেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে তিনি ঘটনার বিচার করবেন বলে অসস্থ করেন।