একুশে নিউজ ডেস্ক : সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট'র সাবেক শিক্ষার্থী ফাহিম চৌধুরী আকাশ (২৪) হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৬সেপ্টেম্বর) দুপুরে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট'র সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীরা জানান, মেধাবী শিক্ষার্থী ফাহিম ডিপ্লোমা শেষ করে চাকরির খোঁজে ছিলেন। গত ৩০ আগস্ট রাত ৯টার দিকে ঢাকার গাজীপুর সিটি করপোরেশনের ছায়াবীথির বাসায় যাওয়ার সময় উত্তর ছায়াবিথী হাক্কানী সোসাইটি আদিবা ভিলার সামনের রাস্তায় দুটি পক্ষের মধ্যে মারামারি সৃষ্টি হয়। তখন নিরুপায় ফাহিম ও তার বন্ধু প্রাণের ভয়ে দৌঁড় দিলে ফাহিমের ওপর অর্তকিত হামলা করা হয়। পরে ফাহিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১০টার দিকে উপর্যপুরি কোপের] কারণে হাসাপাতলে মারা যায়। নিরপরাধ ফাহিমকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান শিক্ষার্থীরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নাজমুল হাসান নিপু, মামুন প্রধান, সিফাত উল্ল্যাহ সিফাত, আরমান, সাকিব, আরাফাত, মাহিন,রাতুল, রিফাত, টুটুল, তানভীর, আলমগীর, উচ্ছ্বাস, নিয়ম, বাপ্পি, বাধন,তিন্নি, রেশমা, রিমু, রিয়া, শিমু, সাদিয়া প্রমুখ।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302