• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

হযরত মোহাম্মদ (সা:) এর পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ও নেতৃত্ব অনুসরণ করতে হবে: জেলা আমীর তোফায়েল আহমেদ খান

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২৪
হযরত মোহাম্মদ (সা:) এর পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ও নেতৃত্ব অনুসরণ করতে হবে: জেলা আমীর তোফায়েল আহমেদ খান

হাবিব রহমান জামালগঞ্জ::

বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা আমীর মাওলানা তোফায়েল আহমেদ খান বলেন, হযরত মোহাম্মদ (সা:) এর পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ও নেতৃত্ব অনুসরণ করতে হবে।  কালো, সাদা যাই হউক যোগ্যতার মাধ্যমে নেতা নির্বাচন করতে রাসুল সা: আমাদের শিক্ষা দিয়ে গেছেন।  
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণআন্দোলন যারা শহীদ ও আহত হয়েছেন তাদের জন্য দোয়া করি।
বৃহস্পতিবার বিকেলে জামায়াতে ইসলামী জামালগঞ্জ উপজেলা শাখার আয়োজনে শিল্পকলা একাডেমিতে সীরাতুন্নবী (সাঃ) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 
জামালগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাবিবুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফখরুল আলম চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মমতাজুল হাসান আবেদ, জেলা ওলামা বিভাগের সাধারণ সম্পাদক ও মজলিশে সুরা সদস্য  মাওলানা হাবিবুর রহমান, উপজেলা ইসলামি ছাত্র শিবির সভাপতি রাশেদুল হক জিসান প্রমূখ।