
স্টাফ রিপোর্টার : সিলেট সদর উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ আলীর ছোটভাই মো: ফাহমিদ হাসান এর নিখোঁজের ৩ দিন পার হয়ে গেলেও তার সন্ধান মেলেনি, তার নিখোঁজের ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মাঝে চরম আশংকা
বিরাজ করছে।
জানা গেছে, নিখোঁজ ফাহমিদ হাসানের ভাই সিলেট সদর উপজেলা ছাত্রলীগের সাথে জড়িত থাকায় স্থানীয় কিছু বিএনপি সন্ত্রাসী বাসিন্দা তার পরিবারের সাথে শত্রুতা শুরু করেন। ফাহমিদ হাসান ২৬/০৯/২০২৪ইং তারিখে সিলেট বন্দরবাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন, এমনকি তার মোবাইল ফোন বন্ধ আছে। সম্ভাব্য সকল জায়গায় যোগাযোগ করেও আজ পর্যন্ত তার নিখোঁজ হওয়ার পেছনে কোন হদিস পাওয়া যায়নি।
এ বিষয়ে নিখোঁজ মো: ফাহমিদ হাসানের পিতা মোহাম্মদ ফজলুল হক স্থানীয় বিএনপি নেতারা জড়িত বলে সন্দেহ করে জালালাবাদ থানাত গত ২৮/০৯/২৪ইং তারিখে একটি অভিযোগ দায়ের করতে গেলে থানা কতৃপক্ষ অভিযোগ গ্রহণ করেনি। নিখোঁজের পরিবার ও তার পিতামাতা ছেলের সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে আছেন, অশ্রুসিক্ত অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন। তারা ধারণা করছেন এটি কেবলই নিখোঁজের ঘটনা নয় বরং তাদের ছেলে রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার। তারা তাদের সন্তানকে অক্ষত অবস্থায় ফেরতের দাবি করছেন।