• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিশু অধিকার সপ্তাহে মুক্তাক্ষরের সাংস্কৃতিক পরিবেশন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৪
শিশু অধিকার সপ্তাহে মুক্তাক্ষরের সাংস্কৃতিক পরিবেশন

একুশে নিউজ ডেস্ক : “প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার” এই স্লোগানকে সামনে রেখে জেলা শিশু একাডেমি আয়োজিত সিলেট রিকাবীবাজার নজরুল অডিটোরিয়াম হলে রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা শিশু একাডেমির পাশাপাশি সিলেটের স্থানীয় বিভিন্ন সংগঠন সাথে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর আবৃত্তি ও সংগীত পরিবেশন করে। বিমল করের নির্দেশনায়, প্রিয়াশ্রী কর পিউ’র গ্রন্থনায় ঐশিকা তালুকদারের সঞ্চালনায় ১৫ জন দলগত আবৃত্তি পরিবেশন করে। সব শেষে ধরিত্রী দাসের লোকগান দিয়ে মুক্তাক্ষরের পরিবেশন শেষ করা হয়।দীর্ঘদিন পর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাংস্কৃতিক অঙ্গনে অভিভাবক সহ সকলের যেন প্রাণ ফিরে পেয়েছেন।