• ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে রজব, ১৪৪৬ হিজরি

আগামীকাল সিলেটে আসছেন মুফতি ফয়জুল করীম শায়খে চরমোনাই

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৪
আগামীকাল সিলেটে আসছেন মুফতি ফয়জুল করীম শায়খে চরমোনাই

আগামী ১লা অক্টোবর মঙ্গলবার শাহজালালের পুণ্যভূমি সিলেটে আসছেন বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বীর সিপাহসালার, স্বৈরাচার পতনের অগ্র সেনানি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়বে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল কারীম শায়খে চরমোনাই হাফিজাহুল্লাহ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিতীয় প্রধান নেতা মুফতী ফয়জুল করীম সাহেব আগামী ১ অক্টোবর মঙ্গলবার ইসলামি আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক সিলেট সিটি পয়েন্টে অনুষ্ঠিতব্য “গণ সমাবেশে” সিলেটবাসীর উদ্দেশ্যে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন। এ লক্ষ্যেই আগামীকাল তিঁনি সিলেটে আসবেন।

দলীয় সূত্রে জানা গেছে, মুফতী ফয়জুল কারীম ৪ দিনের সফরে সিলেটে আসছেন। ১ অক্টোবর সিলেট জেলায় ২ অক্টোবর সুনামগঞ্জ জেলায় ৩ অক্টোবর মৌলভীবাজার জেলায় ও ৪ অক্টোবর হবিগঞ্জ জেলায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা গুলোর আয়োজনে ”গণ সমাবেশে’’ প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবং বিভিন্ন জায়গায় বাংলাদেশ মুজাহিদ কমিটি আয়োজিত ”ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে” নসিহত পেশ করবেন।

শায়খে চরমোনাইর আগমনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখা ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামীকালকের গণসমাবেশকে সফলের লক্ষ্যে বিগত প্রায় মাসখানেক যাবত দলীয় নেতা-কর্মীরা রাত-দিন, মাঠে-ময়দানে বিভিন্ন কার্যক্রমের আঞ্জাম দিয়ে যাচ্ছেন। এ ধরাবাহিকতায় জেলা শাখার আওতাধীন ১২টি থানা/উপজেলা শাখা ও মহানগরের আওতাধীন ৬টি থানা শাখায় থানা সফর, গণসমাবেশের আয়োজন, পোস্টারিং, বাজারে বাজারে গণসংযোগ, মসজিদে মসজিদে মুসল্লীদের মাঝে দাওয়াত পৌঁছে দেওয়া, দাওয়াত কার্ড বিতরণ, মাইকিং শোডাউন সহ সংবাদ সম্মেলন ও করেছে দলটি। বলতে গেলে ১ অক্টোবরের সিলেট সিটি পয়েন্টের গণসমাবেশকে সফল করতে দলীয় নেতা-কর্মীরা উৎসাহ-উদ্দীপনা ও আবেগের সাথে পুরো জেলা জুড়ে প্রচার প্রচারণা ও দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন।

ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা। সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন। সিলেটে বন্ধ থাকা পাথর কোয়ারি খুলে দেওয়া। ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এক বিশাল গণসমাবেশ আগামীকাল ১ অক্টোবর মঙ্গলবার দুপুর ২টায় ঐতিহাসিক সিটি পয়েন্ট, সিলেটে অনুষ্ঠিত হবে।

ইসলাম, দেশ ও মানবতার স্বার্থ সংশ্লিষ্ট এ ৬ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত হওয়া আগামীকালকের ঐতিহাসিক সিলেট সিটি পয়েন্টের গণ সমাবেশকে সফল ও স্বার্থক করতে দলীয় নেতা-কর্মী ও সিলেটবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন গণসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সংগ্রামী সভাপতি আলহাজ্ব নজীর আহমদ ও সদস্য সচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের সেক্রেটারি হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।