• ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে রজব, ১৪৪৬ হিজরি

জামেয়া মাদানিয়া কাজির বাজার মাদ্রাসায় মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই

admin
প্রকাশিত অক্টোবর ৩, ২০২৪
জামেয়া মাদানিয়া কাজির বাজার মাদ্রাসায় মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই

একুশে নিউজ ডেস্ক : সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি মারকাজ জামেয়া মাদানিয়া কাজির বাজার মাদ্রাসায় যান মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই হাফিজাহুল্লাহ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা ৩টায় শায়খে চরমোনাই কাজির বাজার মাদ্রাসায় যান, জামেয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ হাফি. হুজুরকে স্বাগতম জানান।

শায়খে চরমোনাই প্রথমেই সিলেটবাসীর গর্বের ধন প্রিন্সিপাল রহ. এর কবর জিয়ারত করেন।

জামেয়ার দফতরে অবস্থানকালে ফেদায়ে মিল্লাত রহ. এর খলিফা ও জামেয়ার মুহতামিম আল্লামা আব্দুস সোবহান হাফি. সোহবত গ্রহণ করেন।

এসময় আল হাবিব ছাত্র সংসদের দায়িত্বশীল এবং সিলেটের এমসি কলেজের কওমি স্টুডেন্ট ফোরামের নেতৃবৃন্দ শায়খের সাথে সাক্ষাৎ করেন।

উস্তাদবৃন্দ সহ উপস্থিত সকলের উদ্দেশ্যে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসানোর জন্য হক্বপন্থী সকল প্লাটফর্ম ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার বিষয়ে তাগিদ দিয়ে আলোচনা করেন।