একুশে নিউজ ডেস্ক : সিলেটের ঐতিহ্যবাহী ইংলিশ মিডিয়াম স্কুল, বিবিআইএস, আজ তার নতুন অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মুসলেহ উদ্দিন ভূঁইয়া (অব.) কে উষ্ণ সংবর্ধনায় স্বাগত জানিয়েছে। স্কুল সংশ্লিষ্টরা বুধবার তাকে একটি উষ্ণ এবং সৌহার্দ্যপূর্ণ অভ্যর্থনা জানাতে জড়ো হয়েছিল, যা প্রতিষ্ঠানের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করে।
ব্রিগেডিয়ার জেনারেল ভূঁইয়া সামরিক বাহিনীর শিক্ষা কোরের চাকরিতে তার বর্ণাঢ্য কর্মজীবন থেকে অভিজ্ঞতার ভান্ডার নিয়ে এসেছেন। তিনি এর আগে সেনা সদর দপ্তরের শিক্ষা পরিচালক এবং বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) পরিচালক শিক্ষা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বিস্তৃত কর্মজীবনে বেশ কয়েকটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে নেতৃত্ব দিয়েছেন এরমধ্যে ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজের এবং চট্টগ্রামের ইস্পাহানি পাবলিক স্কুলের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।
সংবর্ধনাকালে, শিক্ষক ও শিক্ষার্থীরা নতুন নেতৃত্ব সম্পর্কে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন এবং জেনারেল ভূঁইয়ার নির্দেশনায় উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাদের আশা প্রকাশ করেন। একাডেমিক শ্রেষ্ঠত্ব এবং ব্যক্তিগত যোগ্যতা বৃদ্ধির পরিবেশ গড়ে তোলার জন্য তার দেয়া প্রতিশ্রুতিতে স্টাফ এবং ছাত্র উভয়ই একইভাবে অনুপ্রাণিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302