• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জামালগঞ্জে বিশিষ্ট শিক্ষানুরাগী রহমত উল্লা তালুকদারের ৫৮ তম মৃত্যু বার্ষিকী পালন

admin
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৪
জামালগঞ্জে বিশিষ্ট শিক্ষানুরাগী রহমত উল্লা তালুকদারের ৫৮ তম মৃত্যু বার্ষিকী পালন

জামালগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের জামালগঞ্জে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক রহমত উল্লা তালুকদারের ৫৮ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।
দিনটি উপলক্ষে শুক্রবার দিনব্যাপী তাঁর পরিবারের পক্ষ থেকে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও তাঁর বর্ণাঢ্য জীবনের উপর আলোচনা করা হয়। এছাড়াও তাঁর পরিবারের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন শ্রেনীপেশার লোকজনসহ দুঃস্থ ও অসহায় সহস্রাধিক লোকের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
মো. রহমত উল্লা তালুকদার উপজেলার সদর ইউনিয়নের নয়াহালট গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তাঁর বাবার নাম মো. আলী বকস। রহমত উল্লা তালুকদার ছিলেন, তৎকালীন সময়ে পঞ্চায়েত, সমাজ সেবক ও সর্বোপরি বিশিষ্ট শিক্ষানুরাগী। তাঁদের ভূমিতেই তৎকালীন সময়ে গড়ে উঠেছিল আজকের জামালগঞ্জ উপজেলার সর্বশ্রেষ্ঠ একমাত্র বিদ্যাপীঠ ‘জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। তিনি আমৃত্যু শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সহসভাপতির দায়িত্ব পালন করে গেছেন। দিনটি উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করেন।