• ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বি চৌধুরীর মৃত্যুতে নূরুল ইসলাম সাজুর শোক প্রকাশ

admin
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৪
বি চৌধুরীর মৃত্যুতে নূরুল ইসলাম সাজুর শোক প্রকাশ

জামালগঞ্জ প্রতিনিধি:
জাতীয়তাবাদী দলের (বিএনপির) প্রতিষ্ঠাতা মহাসচিব সাবেক রাষ্ট্রপতি ডাঃ বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি নূরুল ইসলাম সাজু। এক শোক বার্তায় তিনি বলেন, ডাঃ বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি দেশ ও জাতির কল্যাণে আমৃত্যু কাজ করেছেন। আল্লাহ তাঁর শোকাহত পরিবারকে শোক সইবার তৌফিক দান করুন। দোয়া করি আল্লাহ যেন তাকে বেহেশতে ফেরদাউস দান করেন।

উল্লেখ্য ডাঃ বদরুদ্দোজা চৌধুরী (৯৪) শুক্রবার দিবাগত রাত ৩:১৫ ঘটিকায় নিজের প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তিনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগড় উপজেলার বীরতারা ইউনিয়ন এর মজিদপুর দয়াহাটি গ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে ৫ বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তিনি উপ প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী, বিরোধীদলীয় উপনেতা ও রাষ্ট্রপতি হিসেবে দ্বায়িত্ব পালন করেন। ২০০৪ সাল থেকে নিজের প্রতিষ্ঠিত বিকল্পধারার সভাপতি হিসেবে দ্বায়িত্বে ছিলেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।