
সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দমনপীড়ন এবং ৫ আগষ্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী হোসেন আহমকে নির্মমভাবে আহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (০৬ অক্টোবর) সকালে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে মামলাটি দায়ের করেন ভিকটিম হোসেন আহমদ (২৮)।
মামলায় সাবেক সিলেট সিলেট সদর উপজেলা চেয়ারম্যান সুজাত আলী রফিক ছাড়াও পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তাসহ আওয়ামী লীগ ও যুবলীগ ও ছাত্রলীগের সদর উপজেলা ও জালালাবাদ থানার নেতা এবং অংগসহযোগী সংগঠনের কর্মীসমর্থক ১০৯জনকে আসামী করা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৫০/৬০ জনকে।
এজাহারনামীয় উল্লেখযোগ্য অন্যরা হলেন ২। উস্তার আলী ৩। মোহাঃ সাহনুর (মেম্বার) ৪। ইমাদ উদ্দিন ৫। মোহাম্মদ আলী (দপ্তর সম্পাদক-সদর উপজেলা ছাত্রলীগ) ৬। শামছুল আলম মামুন (যুবলীগ নেতা) ৭। এসআই/আসাদুজ্জামান, সেকেন্ড অফিসার, জালালাবাদ, এসএমপি, ৮। এসআই/মাহবুব আলম মন্ডল, জালালাবাদ এসএমপি, ৯। মুহিত মিয়া আফজল ১০। বাবুল মিয়া ১১। লুলু মিয়া ১২। ওলিউর রহমান ১৩। আলী হোসেন ১৪। বাবলু মিয়া ১৫। ইমাম উদ্দিন ১৬। মালেক উদ্দিন ১৭। হেলাল ১৮। রহমত আলী (কর্মচারীলীগ নেতা)১৯। মোঃ মাছুম বিল্লাহ চৌধুরী ২০। লয়লুছ চৌধুরী ২১। মাসুক ২২। আলী আহমদ ২৩। বুরহান উদ্দিন (বিরাম), ২৪। হায়দর ২৫। ছফির উদ্দিন ২৬। আবু বক্কর ২৭। মমিন ২৮। আশরাফ আলী খাঁন প্রকাশ সিরু ওরফে দখলদার সিরু, ২৯। মমিন ৩০। কামরুজ্জামান বাবু ৩১। দুলাল ৩২। নজরুল ইসলাম ৩৩। আব্দুছ ছালাম ৩৪। রফিক মিয়া ৩৫। লোকমান মির্জা ৩৬। হাজী আনছার ৩৭। রইছ মিয়া ৩৮। জয়নাল ৩৯। আজির উদ্দিন ৪০। ছালা আমিন ৪১। আছির আলী ৪২। মাছুম আহমদ ৪৩। ৪৪। ইরন (চেয়ারম্যান), ৪৫। আজিম ৪৬। জাহাঙ্গীর আলম চান্দু (স্বেচ্ছাসেবক লীগনেতা) ৪৭। মনুয়ার হোসেন (সদর উপজেলা আওয়ামীলীগ) ৪৮। বক্কর ৪৯। লাল মিয়া ৫০। হামিদ ৫১। হেলাল আহমদ ৫২। সুজন মিয়া ৫৩। মতিন খা ৫৫। ফয়ছল আহমদ ৫৬। রিদওয়ান আহমদ ৫৭। আমিনুল ইসলাম ৫৮। তাজ উদ্দিন ৫৯। তাপস চৌধুরী ৬০। ইশতিয়াক আহমেদ তানভীর ৬১। শাহ জাহান খাঁন ৬২। ডায়মন্ড আহমদ ছাত্রলীগ সন্ত্রাস, সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক, সিলেট জেলা ছাত্রলীগ ৬৩। অপু তালুকদার যুবলীগ শুটার ৬৪। আকরাম ৬৫। মোস্তাকিন মিয়া ৬৬। লুৎফুর রহমান রহমত ৬৭। জসিম ৬৮। আর জেড জাকির হোসেন ৭০। সৈদুর রহমান ৭১। লুৎফুর রহমান ৭২। গোলাম হাদি ছইফুল ৭৩। পাবলু চৌধুরী ৭৪। মাহমুদুর রহমান শিপু সভাপতি, ৫নং ওয়ার্ড যুবলীগ, ৭৫। জাওয়াদ খাঁন যুবলীগ নেতা, ৭৬। সাইস্তা তালুকদার ৭৭। সাইফুল ৭৮। তেরা মিয়া ৭৯। মতিন খাঁ সভাপতি-তাতীলীগ ৮০। জাবেদ আহমদ জাবের ৮১। গিয়াস উদ্দিন ৮২। সাদিক ৮৪। মাসুক মিয়া ৮৫। ফয়ছল আহমদ বক্কর ৮৬। জাহাঙ্গীর ৮৭। নুরুজ্জামাল ৮৮। আব্দাল হোসেন ৮৯। হেলাল আহমদ ৯০। নেছার আহমদ মেম্বার ৯১। মানিক মিয়া ৯২। আমির আলী, ৯৩। ইসলাম উদ্দিন ছাত্রলীগ নেতা ৯৪। আব্দুল মালিক, সাধারণ সম্পাদক ২নং হাটখোলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ, ৯৫। সৈয়দ আবু নাঈম আজাদ টিপু যুবলীগ ক্যাডার ৯৬। সৈয়দ আবু ফাহিম আজাদ সুমন ৯৭। আবুল কাশেম পল্লব সাবেক উপজেলা চেয়ারম্যান, বিয়ানীবাজার উপজেলা পরিষদ ৯৮। আব্দুল বাছিত ৯৯। জয়নাল আহমদ ১০০। সুজন আহমদ মহানগর ছাত্রলীগ নেতা ১০১। রহমত আলী ১০৩। সুয়েব আহমদ ১০৪। নেছার আহমদ ১০৫। আব্দুন ন‚র ১০৬। আব্দুর রব মলিক ১০৭। ফাহিম আবরার পিতা-ছাত্রলীগ ক্যাডার ১০৮। লায়েক আহমদ সাবেক কাউন্সিলর, ৩নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন ১০৯। জয়নাল বাবুল