• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

গণতান্ত্রিক রাজনীতি ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচনের আহ্বান ছদরুল ইসলাম লোকমানের

admin
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৪
গণতান্ত্রিক রাজনীতি ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচনের আহ্বান ছদরুল ইসলাম লোকমানের

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন ষ্ট্যান্ড ফর হিউম্যান রাইট এর উদ্যোগে কবে ফিরবে বাংলাদেশে গনতন্ত্র এবং সাংবাদিক, মানবাধিকার কর্মী, ফ্যাসিবাদ হাসিনা সরকারের আমলে গনতন্ত্রের পক্ষে আন্দোলনে অংশগ্রহনকারী রাজনীতিবীদেরকে হয়রানী এবং বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধের দাবিতে মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে হোয়াইটচ্যাপেল একটি হল রুমে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

ষ্ট্যান্ড ফর হিউম্যান রাইট’র সভাপতি ছাত্রনেতা ছদরুল ইসলাম লোকমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা মিনহাজুল আবেদীন রাজার পরিচালনায় সভার শুরুতে কোরআন থেকে তেলাওত করেন হাফিজ আব্দুস সালাম।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, রাজনীতিবীদ মানবাধিকার কর্মী কাজল আহমদ জালালী, প্রধান বক্তার বক্তব্য রাখেন আই ডি এফ এর সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা নোমান হাসনাত, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ছাত্রনেতা বেলাল খান, সহ সভাপতি ছাত্রনেতা আবু বক্কর সিদ্দীক, সেরওয়ান আহমদ, আজিজুর রহমান, ছাত্রনেতা লিয়াকত আলী, সহ-সাধারন সম্পাদক মাহি আহমদ, প্রচার সম্পাদক মাহি উদ্দীন রেদওয়ান, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, সহ অর্থ সম্পাদক সৈয়দ জুয়েল, সহ সাংস্কৃতিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, সদস্য তানভির আহমদ তুষার, খালেদ নুর রহমান, আমিন আকবর, জুনায়েদ আহমদ, আব্দুল আজীম, আরিফ হোসেন, আশরাফুল আলম শামীম, আরিফ হোসেন প্রমুখ।

সভায় সভাপতির বক্তব্যে ছদরুল ইসলাম লোকমান বলেন, ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নৈরাজ্য সৃষ্টি করছে। তিনি বলেন, বাংলাদেশের জনগণ বোঝে ষড়যন্ত্রের হোতা কে? অবিলম্বে স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। ছদরুল ইসলাম লোকমান বলেন, গত ১৭ বছরের স্বৈরাচার আওয়ামী সরকার যেভাবে এ দেশের মানুষের ওপর জুলুম-নির্যাতন-নিপীড়ন-অত্যাচার ও হত্যা-গুম-খুন চালিয়েছে, তার অবসান ঘটেছে ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে। এ দেশের মাটিতে এ রকম আর কোনো স্বৈরাচারের স্থান নেই। আমরা আর কোনো স্বৈরাচার দেখতে চাই না। সুষ্ঠু ধারায় গণতান্ত্রিক রাজনীতি ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচনের ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানান।