• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

জেলা অটোরিক্সা সিএনজি কুমারগাঁও উপ-পরিষদের সাথে নিসচা সিলেট মহানগরের মতবিনিময়

admin
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৪
জেলা অটোরিক্সা সিএনজি কুমারগাঁও উপ-পরিষদের সাথে নিসচা সিলেট মহানগরের মতবিনিময়

একুশে নিউজ ডেস্ক : জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ “ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্য সামনে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহনাগর শাখার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার (০৮ অক্টোবর) রাত ০৮টায় কুমারস্থ কার্যালয়ে সিলেট জেলা অটোরিক্সা সিএনজি কুমারগাঁও উপ-পরিষদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা অটোরিক্সা সিএনজি কুমারগাঁও উপ-পরিষদের সহ-সভাপতি মোঃ নুর উদ্দিনের সভাপতিত্বে ও নিসচা সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই সিলেট মহানগর শাখার সভাপতি রোটারিয়ান এম. ইকবাল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে নিরাপদ সড়ক চাই সিলেট মহানগর শাখার সভাপতি রোটা. এম. ইকবাল হোসেন বলেন, নিসচা দীর্ঘ ৩১ বছর ধরে সড়ক দুর্ঘটনা রোধে মানুষকে সচেতন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচী হাতে নিয়েছে। তারই লক্ষ্যে আপনাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, ইলিয়াস কাঞ্চন গাড়ি চালকদের কথা চিন্তা করে তাদের ছেলেমেয়েদের এইচএসসি পর্যন্ত বিনাবেতনে লেখাপড়া করার সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়ে আসছেন। চালকদেরকে প্রশিক্ষনের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স পেতে সহযোগিতা করেও আসছেন। আপনারা আমাদেরকে ভুল বুঝবেন না। আমরা আপনাদের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই সড়ক দুর্ঘটনা রোধে চালকদেরকে আরো সচেতন হতে হবে। ট্রাফিক আইন ও নিয়ম মেনে সচেতনভাবে গাড়ি চালালে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। আগামী ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসকে সফল করার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নিসচা সিলেট মহানগরের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তফাদার মুক্তার, আইন সম্পাদক হোসাইন আহমদ, প্রচার সম্পাদক আহসান হাবিব, যুব বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, সিলেট জেলা অটোরিক্সা সিএনজি কুমারগাঁও উপ-পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ ফজলু মিয়া। নিসচার সদস্য ডালিম আহমদ, হাবিবুর রহমান, সিলেট জেলা অটোরিক্সা সিএনজি কুমারগাঁও উপ-পরিষদের সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, কোষাধ্যক্ষ জসিম উদ্দিন, সদস্য জাকারিয়া আহমদ, বিরাম আহমদ, সালাম উদ্দিন, জালাল উদ্দিন, কাউছার আহমদ, জাহেদ আহমদ প্রমুখ।