একুেশ নিউজ ডেস্ক : "ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার" এই প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর শাখার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সড়ক দুর্ঘটনা রোধে শনিবার (১২ অক্টোবর) বিকাল ৪টায় নগরীর নাইওরপুল পয়েন্টে জনসচেতনতামূলক ট্রাফিক ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর শাখার সভাপতি রোটা. এম ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, ট্রাফিক পুলিশের টিএসআই মো. শাহিন আহমদ, নিসচা মহানগরের সহ-সভাপতি কামরুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক ডা. লোকমান হেকিম, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তফাদার মুক্তার, প্রচার সম্পাদক আহসান হাবিব, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক লিয়াকত আলী, যুব বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, প্রকাশনা সম্পাদক শেখ মো: লায়েক মিয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাহেদ আহমদ অয়ন, কার্যকরি সদস্য শাহীন হোসেন, আনোয়ার হোসেন, জাকারিয়া হোসেন, এহিয়া আহমদ প্রমুখ।
নাইওরপুল পয়েন্টে নিসচা সিলেট মহানগর সদস্যবৃন্দ ট্রাফিক পুলিশের পাশাপাশি যানজট নিরসনে চালক ও পথচারী জনসাধারণের মধ্যে সচেতনমূলক ট্রাফিক ক্যাম্পিং পরিচালনা করা হয়েছে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302