• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৪
ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

একুশে নিউজ ডেস্ক : সিলেট সদর উপজেলার সরকার নিবন্ধনকৃত সামাজিক সংস্থা “ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার” সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) রাত ৭টায় সংস্থার কার্যালয়ে সংস্থার সভাপতি সাংবাদিক মো. মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল বাছিতের পরিচালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সভায় সংস্থা’র কার্যকরি কমিটির সভায় অনুমোদিত আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করে সকল সদস্যদের অবহিত করেন সংস্থা’র অর্থ সম্পাদক মাও. আব্দুল আজিজ। সাধারণ সভায় সকলের সিদ্ধান্ত মোতাবেক বেশ কয়েকটি উন্নয়ন মূলক ও সংস্থা’র কার্যক্রন আরো বেশি গতিশীল করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সংস্থাটি ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়ে অনেক চ্যালেঞ্জিং এর মধ্যে দিয়ে ২০১৪ সালে সরকারি নিবন্ধন পায়। দীর্ঘ পথচলার এই সংগঠনটিকে আরো এগিয়ে নিতে সংস্থা’র সভাপতি মো. মতিউর রহমান সকল সদস্যদের সহযোগিতা কামনা করেন।

এ সময় সাধারণ সভায় উপস্থিত ছিলেন, সংস্থার সহ-সভাপতি মো. সাহেদ আহমদ, সহসাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রফিক আহমদ, অর্থ সম্পাদক মাও. আব্দুল আজিজ, সাবেক অর্থ সম্পাদক হাফিজ আব্দুল মালিক, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুস শহীদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খয়রুল ইসলাম, প্রচার সম্পাদক কফিল উদ্দিন, নির্বাহী সদস্য আব্দুল মুতলিব, জাবের হোসেন সামন, সদস্য কছির উদ্দিন, আবু সাইদ শাহীন, আব্দুল মুকিত, আব্দুল কাদির, জুয়েফ আহমদ প্রমুখ।