• ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে রজব, ১৪৪৬ হিজরি

উমেদুর রহমান উমেদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

admin
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৪
উমেদুর রহমান উমেদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

একুশে নিউজ ডেস্ক : সিলেট মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক উমেদুর রহমান উমেদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক প্রকাশিত সংবাদের প্রতিবাদে সিলেট সিটি কর্পোরেশন ২০, ২১, ২২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপশহর থেকে শুরু হয়ে শিবগঞ্জ পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, উমেদুর রহমান উমেদ সম্ভ্রান্ত পরিবারের সদস্য। দীর্ঘ দিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত উমেদ। তৃণমূল কর্মী থেকে এখন মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক হয়েছে উমেদ। দলের বাইরে গিয়ে কখনো কাজ করে নি। বিএনপির সকল কর্মসূচিতে সরব ছিলো। ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় থাকায় উমেদকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। জালিম সরকার বারবার কারাগারে পাঠিয়েছে বিভিন্ন রাজনৈতিক মামলায়।

বক্তারা বলেন, উমেদকে রাজনীতি থেকে দূরে রাখতে ফ্যাসিস্ট হাসিনার সহযোগীরা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন থেকে। তারই ধারাবাহিকতায় অনলাইনে প্রকাশিত হয় মিথ্যা বানোয়াট সংবাদ। সেখানে উমেদের বক্তব্য নেওয়া হয় নি এবং কোন কোন ভুক্তভোগীর কথাও উল্লেখ করা হয়নি। যা সাংবাদিকতার নীতি-নৈতিকতার পরিপন্থী। এতেই বোঝা যায় যে ষড়যন্ত্রমূলকভাবে উমেদুর রহমান উমেদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এমন সংবাদ প্রকাশিত হয়েছে।

বক্তারা আরও বলেন, আমরা ২০ ২১ ও ২২নং ওয়ার্ড বিএনপি এমন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে মিথ্যা বানোয়াট সংবাদ প্রত্যাহার করে ক্ষমা না চাইলে আমরা জাতীয়তাবাদী পরিবার দুর্বার আন্দোলন গড়ে তুলবো পাশাপাশি আইনী পদক্ষেপ নিতে বাধ্য হবো।

সিলেট মহানগর বিএনপির ২০নং ওয়ার্ড সভাপতি লুৎফুর রহমান মোহনের সভাপতিত্বে ও ২১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছালেক আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন ২১নং বিএনপির সহ সভাপতি রানা মিয়া, ২১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালিক সেকু, ২০নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সৈয়দ লুকমানুজ্জামান লোকমান, ২০নং সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, ২১নং সহ সাধারণ সম্পাদক মহিবুর রশিদ মানোয়ার, ধর্ম বিষয়ক সম্পাদক নুর আলম, ২২নং ওয়ার্ডের সহ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নওশাদ, সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর যুবদল নেতা জালাল আহমদ, সামাদ খান, পারিসুর রহমান, বাবলু হোসেন, সহিদ আহমেদ, রাহিল আহমেদ, জুবেল হোসেন, রাশেদ আহমদ, আহমেদ সোহেল, পাপলু আহমদ,তারেক আহমদ, জুবেল আহমেদ সপন, সাঈদ আহমদ সাদি, ইফতেখার হোসেন, নাঈম আহমদ, নাহিদুল ইসলাম প্রমুখ।