• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

খাদিমপাড়ায় আলোচিত জামাল মিয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

admin
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২৪
খাদিমপাড়ায় আলোচিত জামাল মিয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ থানাদিন খাদিমপাড়া ছাত্রলীগ কর্মী জামাল মিয়া খুনের অন্যতম প্রধান আসামি মোঃ আবু বক্কর সিদ্দিক জুবেল (মুন্না) কে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবী করে এলাকাবাসী মানববন্ধন আয়োজন করে। গত ১৫ অক্টোবর (মঙ্গলবার) দুপুর ১২ ঘটিকার সময় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন আয়োজন করা হয়।

এ সময় বক্তারা বলেন, অন্যায় ভাবে জামাল মিয়া খুন হওয়ার দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও এর অন্যতম প্রধান আসামি মুন্নাকে পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি। তারা মুন্নাকে ইন্টারপোলের মাধ্যমে দ্রুত গ্রেফতার করে দেশে এনে শাস্তির দাবি করেন। এ সময় জামাল মিয়ার পিতা সহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।