• ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দুষ্কৃতকারী ও কুচক্রী মহল হতে সাবধান-সর্তক থাকুন

admin
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২৪
দুষ্কৃতকারী ও কুচক্রী মহল হতে সাবধান-সর্তক থাকুন

একুশে নিউজ ডেস্ক : বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের নাম ভাঙ্গিয়ে এক শ্রেণীর দুষ্কৃতকারী বিভিন্ন অবৈধ সুযোগ-সুবিধা নেয়ার অপকৌশল অবলম্বন করছে।

দুষ্কৃতকারী ও কুচক্রী মহলের সন্ধান পেলে আইন শৃঙ্খলা বাহিনী কাছে তুলে দিন। এতে আপনারা বিব্রত না হয়ে কঠোর ব্যবস্থা গ্রহন করুন। পরিস্থিতি গভীর ভাবে পর্যবেক্ষণ করে কুকর্মের সাথে জড়িতদের ব্যপারে দ্রুত সিদ্ধান্ত নেয়া। সিনিয়র নেতৃবৃন্দের নাম ভাঙ্গিয়ে ঠিকাদারী কনস্ট্রাকশন এর কাজ অথবা এই কাজে ব্যবহৃত গাড়ি ভাড়া দেয়ার গল্প সাজিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র।

এই দুষ্কৃতকারী ও কুচক্রী মহলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ইতিপূর্বে পুলিশ ও সেনাবাহিনীর প্রতি অনুরোধ করা হয়েছে। যারাই এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হবেন সাথে সাথে নিকটস্থ পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর শরণাপন্ন হওয়ার জন্য অনুরোধ করছি। তাদের ধরে আইনের হাতে সোপর্দ করুন।

কারো ব্যক্তিগত অপকর্মের দায় সংগঠন নেবেনা। আপনি যত বড় ত্যাগী হোননা কেন দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কাজে জড়িত থাকার প্রমাণ পেলেই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ।

আলহাজ্ব জি কে গউছ
সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
কেন্দ্রীয় নির্বাহী কমিটি।