
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর থানার অন্তর্গত সাবিয়া নিবাসী মোঃ আব্দুল মুনির এর কন্যা ফারহানা বেগম কলির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ফারহানা বেগম কলির সাবেক বয়ফেন্ড হাবিবুর কর্তৃক বিগত ১৪/১০/২০২৪ইং তারিখে ফারহানা আক্তার কলি নামে একের অধিক ভুয়া/ফেইক আইডি খুলে তাহার ছবি বিকৃত করে এবং তাহাকে হত্যার হুমকি সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রচার করার খবর পাওয়া যায়।
ঘটনা সম্পর্কে জানতে ফারহানা বেগম কলির পিতার সাথে যোগাযোগ করলে তিনি উপরোক্ত ঘটনার বর্ণনা আমাদের নিকট প্রকাশ করেন এবং বর্তমানে তিনি সহ তাহার পরিবারের সকল সদস্য প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় রহিয়াছেন বলে জানান।
ঘটনার সত্যতা সম্পর্কে জানতে সদর থানায় অফিসার ইনচার্জের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনাটি সত্য বলে স্বীকার করেন।