• ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে শাবান, ১৪৪৬ হিজরি

টাঙ্গুয়ার হাওরে নিখোঁজ পর্যটকের নিথরদেহ উদ্ধার

admin
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৪
টাঙ্গুয়ার হাওরে নিখোঁজ পর্যটকের নিথরদেহ উদ্ধার

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ : সুনামগ‌ঞ্জের টাঙ্গুয়ার হাওরে গোসলে নেমে নি‌খোজ পর্যট‌কের নিথরদেহ উদ্ধার ক‌রে‌ছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। শুক্রবার বেলা চারটায় ওই পর্যটকের নিথরদেহ উদ্ধার করা হয়। এর আগে বেলা ১২টার দিকে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় নিখোঁজ হন আলি হোসেন নামে ওই পর্যটক। জনতা ব্যাংক প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন তিনি। উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম।

জানা গেছে, বিভিন্ন ব্যাংকে কর্মরত ব্যক্তিরা বিলাসী হাউসবোট দিয়ে টাঙ্গুয়ার হাওর ঘুরতে যান। দুপুরে হাউসবোট থেকে ছোট নৌকা দিয়ে ওয়াচ টাওয়ার এলাকায় গোসলে নামেন তারা। আলী হোসেন লাইফ জ্যাকেট ছাড়াই পানিতে নামেন। একসময় তিনি পানিতে ডুবে যান।

তাহিরপুর থানা পুলিশে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘হাওরে নিখোঁজ ওই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।’