নিজস্ব প্রতিনিধি : সিলেট মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজের শিবিরের সাবেক নেতা ও বর্তমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী মোঃ আহসান হাবিব চৌধুরীর লামাবাজারস্থ বাসায় কতপয় সন্ত্রাসীদের অস্ত্রের মহড়া ও ভাংচুরের খবর পাওয়া গেছে। গত ১৮ অক্টোবর (শুক্রবার), রাত অনুমানিক ১১: ৩0 ঘটিকার দিকে তার ছায়ানীড়-১৯, লামাবাজার বাসায় এ ঘটনা ঘটে।
খবর নিয়ে জানা যায়, মো আহসান হাবীব চৌধুরী সাবেক মদনমোহন কলেজে শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার বাসায় এ হামলা চালানো হয়েছে।
ঘটনার বিষয়ে, মোঃ আহসান হাবিব চৌধুরীর পিতার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, শুধুমাত্র রাজনৈতিক মতপার্থক্যের কারণে তার বাসায় এ হামলা করা হয়েছে। ২০১৩ সালেও তার বাসায় হামলা হয়েছিল। তিনি থানায় অভিযোগ জানাতে গেলেও পুলিশ তার অভিযোগ নেয়নি। এ ঘটনায় তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302