• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

সিলেট জেলা প্রশাসকের সাথে নিসচা সিলেট মহানগরের মতবিনিময় সভা

admin
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৪
সিলেট জেলা প্রশাসকের সাথে নিসচা সিলেট মহানগরের মতবিনিময় সভা

একুশে নিউজ ডেস্ক : “ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর উদ্যোগে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে রোববার (২০ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর সাথে জেলা প্রশাসকের কার্যালয়ে সড়ক দুর্ঘটনা রোধে নিসচা সিলেট মহানগর শাখার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর শাখার সভাপতি রোটা. এম ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল, সহ-সভাপতি ডাঃ মনির চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক ডাঃ লোকমান হেকিম, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তফাদার মুক্তার, প্রচার সম্পাদক আহসান হাবীব, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক লিয়াকত আলী, আইন সম্পাদক হোসেন আহমদ, প্রকাশনা সম্পাদক লায়েক মিয়া, মহিলা সম্পাদকা রুনা সুলতানা, যুব বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, কার্যকরি সদস্য নাজিম উদ্দিন, শাহিন হোসেন, সমশের আলী, কয়েছ আহমদ, সাগর, আকবর মিয়া প্রমুখ।

নিসচার সিলেট মহানগরের পক্ষ থেকে হকারমুক্ত ফুটপাত, মহানগরীর ভিতরে নাম্বারবিহীন সিএনজি চলাচল নিষিদ্ধকরণ, সিএনজি পার্কি নির্ধারণ, সিলেট সিটিতে আধুনিক ট্রাফিক সিগনাল স্থাপন সহ বেশ কয়েকটি দাবি উপস্থাপন করা হয়। তার পরিপ্রেক্ষিতে সিলেট জেলা প্রশাসক দাবিগুলো বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস প্রদান করেন।