• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

ছাতকে ছাত্রদল নেতা মারুফের বাড়িতে শিবিরের হামলা ও ভাংচুর

admin
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৪
ছাতকে ছাত্রদল নেতা মারুফের বাড়িতে শিবিরের হামলা ও ভাংচুর

ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান মারুফের বাড়িতে হামলা ও ভাংচুর করেছে ছাতক উপজেলা শিবির সন্ত্রাসীরা।

গত রোববার (২০ অক্টোবর) রাতে শিবির নেতা রহমান খানের নেতৃত্বে একদল শিবির সন্ত্রাসী তার বাড়িতে হামলা চালায়।

সন্ত্রাসীরা মারুফের ঘরের জিনিসপত্র ভাংচুর করে। মারুফের বাবা এমরান মিয়া নুনুকে শারিরীকভাবে লাঞ্চিত করে। মারুফের মা জোসনা বেগমকে অস্ত্রের ভয় দেখিয়ে হত্যার হুমকি দেয়।

এমরান মিয়া সাংবাদিকদের জানান, মারুফ উচ্চ শিক্ষাঅর্জনে লন্ডনে আছেন। জামায়াত-শিবিরের ইসলাম বিরোধী কর্মকান্ড নিয়ে ফেইসুকে স্ট্যাটাস দেন মারুফ। এ স্ট্যাটাসের জের ধরেই বাড়িতে হামলা করে শিবিরের সন্ত্রাসীরা।

মারুফ স্ট্যাটাসে লিখেন, ‘জামায়াত কোন সময়ও ইসলামিক দল ছিলো না। জামায়াতে ইসলামী ধর্ম ব্যবসায়ীদের একটি দল। ইসলামকে তারা ব্যবহার করে মওদুদীর উদ্দেশ্যে ও স্বার্থ হাসিলের লক্ষ্যে কাজ করে। ২০১৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক জেনস গ্লো্বাল টেররিজম (সন্ত্রাস) ইনডেক্সে ছাত্রশিবিরকে বিশ্বে তৃতীয় বেসরকারি সন্ত্রাসী দল হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।প্রতিষ্ঠার পর থেকেই জামায়াত তাদের মতবাদ জোরপূর্বক মানুষের ওপর চাপিয়ে দেওয়ার জন্য সন্ত্রাস আর নরহত্যার আশ্রয় নিয়েছে। এ কারণে এই দলটি জন্মের পর থেকে পাকিস্তান ও বাংলাদেশে এই পর্যন্ত পাঁচবার নিষিদ্ধ হলো।

গত ১৫ বছর তারা কোমায় ছিলো। এখন বের হয়েই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্পৃতি নষ্ট করতে ছাত্রশিবির হিন্দুদের মন্দিরে গিয়ে পুজা চলাকালীন ইসলামিক সংগীত পরিবেশন করে। পুজা মন্ডপে গীতা পাঠ করেন অধ্যাপক মতিয়ার রহমান। তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য। তিনি ঝিনাইদহ-৩ আসন থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী। এইসব আমাদের ইসলাম ধর্মে সম্পুর্ণ নিষিদ্ধ। দেশে অশান্তি সৃষ্টি করতে ও ইসলাম ধর্মকে তাদের মতো করে পরিচিত করানোই তাদের উদ্দেশ্যে।

এ ব্যাপারের থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।