স্টাফ রিপোর্টার: বর্তমান অন্তবর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক পেইজে ও ফেইসবুক লাইভে কুরুচিপূর্ণ বক্তব্য, অশালিন কথা-বার্তা লেখালেখি ও বিভিন্ন সময় অর্থ সহায়তা করে সরকারবিরোধী পোষ্টের মাধ্যমে রাষ্ট্র ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিসহ বিভ্রান্তি, অস্থিরতার অভিযোগে অজ্ঞাতনামা আসামী ও বিএনপির নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সিলেট কোতয়ালী মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মতিউর রহমান এস আই বাদি হয়ে কোতয়ালী জি, আর মামলা নং-১৭৬/২৪ দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন শরিফ আহমদ (গ্রেফতারকৃত), সিরাজ মিয়া, আবিব আহমদ, মোজাহিদ মিয়া জিম্মাদার, জালাল উদ্দিনসহ আরো অজ্ঞাতনামা অনেক আসামী।
রবিবার বিকাল অনুমান ৩ ঘটিকা ও এর পূর্ববর্তী ও পরবর্তী কোন এক সময় বর্তমান অন্তবর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক পেইজে ও ফেইসবুক আইডি থেকে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করা হয় এবং ২ থেকে ৫নং আসামী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক পেইজে বর্তমান সরকার ও প্রধান উপদেষ্টার বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যসহ অশালিন কথা-বার্তা লেখালেখি করেন এবং বিভিন্ন সময় অর্থ সহায়তা করে অন্তবর্তীকালীন সরকার বিরোধী পোষ্টের মাধ্যমে রাষ্ট্র ও সমাজে বিশৃঙ্খলা, বিভ্রান্তি অস্থিরতা করে আসছেন। আসামীরা ওই সব কুরুচিপূর্ণ মন্তব্য ও অশালিন লেখালেখির মাধ্যমে গুজব সৃষ্টি করছেন। তাদের সামাজিক যোগাযোগের মাধ্যমে অশালিন লিখনীর ফলে সিলেট শহরে বড় ধরণের দাঙ্গা হাঙ্গামাসহ অপ্রীতিক ঘটনা সৃষ্টির আশংঙ্কা করায় কোতয়ালী থানার এস, আই, মতিউর রহমান বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে অজ্ঞতনামা ও বিএনপির নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সিলেট কোতয়ালী থানায় মামলা নং-৩২/২৪, ধারা ২১/২৫ (১)(খ)/ ৩১/৩৫ দায়ের করেছেন। মামলার আসামীরা হলেন- আলী আহমদের ছেলে শরিফ আহমদ, মখলিছ মিয়ার ছেলে সিরাজ মিয়া, শাহজাহান মিয়ার ছেলে আবিব আহমদ, মৃত রফিক আহমদ জিম্মাদার আশিকের ছেলে মোজাহিদ মিয়া জিম্মাদার, নূর উদ্দিনের ছেলে জালাল উদ্দিনসহ অজ্ঞাতনামা আরো আনেক আসামী। আসামীদের বাড়ি সিলেট ও সুনামগঞ্জ জেলায়।
ডিজিটাল নিরাপত্তা আইনে সিলেট কোতয়ালী থানায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল বনিক।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302