কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরফিন টিলায় অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের সময় পুলিশের অভিযানে বালু-পাথর সহ তিনটি হাইড্রোলিক ট্রাক্টর ও ৭ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনানের নেতৃত্বে পুলিশের একটি টীমের সহযোগিতায় শাহ আরফিন টিলায় অভিযানে তিন টি হাইড্রোলিক ট্রাক্টর, দুই শত ঘনফুট লাল পাথর ও দুই শত ঘনফুট লাল বালু মাটি জব্দ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে শাহ আরফিন টিলার ঐতিহাসিক মাজার ধ্বংস করে পাথর উত্তোলন সহ টিলার বিভিন্ন স্থান থেকে দিনে-রাতে বালু-পাথর লুটপাট চলছে। স্থানীয়রা এসব লুটপাট বন্ধ করতে বাঁধা দিলেও বালু-পাথর লুটপাট বন্ধ করতে প্রশাসনের উদ্যোগে না থাকায় দীর্ঘদিন ধরে কয়েক কোটি টাকার বালু-পাথর চলছিল লুটপাট। পুলিশের অভিযানের পর বালু-পাথর লুটপাট কিছুটা কমবে বলে আশা স্থানীয়দের। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বালু-পাথর লুটপাট বন্ধের জন্য কোন উদ্যোগ না থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিশ্চুপ ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মানুষজন।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকার পরিবর্তনের পর আমি থানায় যোগদান করেই অবৈধভাবে বালু-পাথর লুটপাট বন্ধ করতে পুলিশের টহল বৃদ্ধির পাশাপাশি অভিযান দিয়ে বালু-পাথরের গাড়ী আটক সহ বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছি। অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।