নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মুমিনুর রশীদ এর বাড়িতে স্থানীয় প্রভাবশালী লোক, ছাত্রলীগ ও যুবলীগের হামলায় তার বড় ভাই মিজানুর রহমানকে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে। এতে মিজানুর রহমান গুরুতর আহত হয়। গতকাল ২৮ অক্টোবর ২০২৪ ইং দুপুর ১২টার দিকে উমরপুরে এ ঘটনা ঘটে। এ সময় ঘরের আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করা হয়।
আহত মিজানুর রহমান নবীগঞ্জের উমরপুর গ্রামের নুনু মিয়ার বড় ছেলে।
স্থানীরা সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মুমিনুর রশীদ এর বাড়িতে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা ও ভাংচুর করে এসময় তারা মুমিনুর রশীদকে খুঁজতে থাকে, মুমিনুর রশীদকে না পেয়ে তারা ভাংচুর করে চলে যাওয়ার সময় রাস্তায় মুমিনুর রশীদের বড়ভাই মিজানুর রহমানকে পেয়ে বেধড়ক মারপিট করলে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ছাত্রলীগের সন্ত্রাসীরা পালিয়ে যায়।
হামলার বিষয়ে মিজানুর রহমানের বাবা নুনু মিয়া বলেন, আমার প্রবাসী ছেলে মুমিনুর রশীদকে বাড়িতে না পেয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমার বাড়িতে হামলা ও ভাংচুর করে যাওয়ার সময় রাস্তায় আমার বড় ছেলে মিজানুর রহমানকে পেয়ে তারা মারধর করে। এ ঘটনায় আমি ও আমার পরিবার চরম নিরপত্তাহীনতায় ভুগিতেছি। দোষীদের আইনে আওতায় এনে শাস্তির জোর দাবি জানাচ্ছি।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, উমরপুর গ্রামে হামলা, ভাংচুর ও মারধরের খবর শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302