জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিএনপি নেতা ওলিউর রহমানের বাড়িতে পুলিশ তল্লাশির নামে হয়রানী, হামলা ও ভাংচুর চালিয়েছে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মুক্তিযোদ্ধাদের পক্ষে লেখালেখির কারণে আজ ৩০ অক্টোবর ২০২৪ইং রাত ১০টায় জগন্নাথপুর থানার বালীকান্দি গ্রামে ওলিউর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, ২০২৪ সালে ছাতক থানায় বিএনপি নেতা ওলিউর রহমানের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রমূলক একটি মিথ্যা মামলা দায়ের করা হয়। যাহা মামলা নং-২২, তারিখ: ২২/১০/২০২৪ইং। এ মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করার জন্য হন্য হয়ে খুঁজিতেছে। পুলিশ ও জামায়াত শিাবিরের নেতকর্মীরা ওলিউর রহমানকে গ্রেফতার করার জন্য তার বাড়িতে তল্লাশী, বেধড়ক হামলা ও ভাংচুর করে পরিবারের সদস্যদেরকে হয়রানী করছে।
ওলিউর রহমানের বাবা আবুল মিয়া অভিযোগ করে বলেন, আমার প্রবাসী ছেলে বিএনপির রাজনীতি করার কারণে আমার বাড়িতে পুলিশ তল্লাশী চালিয়ে হামলা, ভাংচুর, ভয়ভীতি প্রদর্শন করেছে। বিগত সময়ে রাজনৈতিকভাবে দায়েরকৃত আমার ছেলের বিরুদ্ধে একটি মামলার গ্রেফতারী পরোয়ানা জারি রয়েছে। আমার ছেলে প্রবাসে থাকার পরও পুলিশ আমাকে ও আমার পরিবারের অন্যান্য সদস্যদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে। পুলিশ আমাকে হুমকি-দামকি দেয়। এঘটনায় ওলিউর রহমান যুক্তরাজ্যে ও তার পরিবার বাংলাদেশ চরম আতংকের মধ্যে জীবনযাপন করছে। আমি ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলার উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সহযোগীতা কামনা করেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিএনপি নেতা ওলিউর রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি থাকায় পুলিশ তার বাড়িতে তল্লাশী চালায়। তাকে গ্রেফতার করার জন্য পুলিশ অনেক খুঁজাখুঁজি করছে। আইনশৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় সেজন্য গ্রেফতারের অভিযান চালানো হয়।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302