একুশে নিউজ ডেস্ক : জমিয়তেউলামায়ে ইসলাম বাংলাদেশের জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন-সমাজে ন্যায় বিচার ও ইসলাম প্রতিষ্ঠায় রাসুল সা. এক মহামানব। মুসলিম জীবনের সর্বাবস্থায় হযরত রাসূলুল্লাহ (সা.)এর আদর্শ অনুসরণ করতে হবে। রাসূলের আদর্শের মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ ও সমাজ গড়ার কার্যকর চাবিকাঠি।
বুধবার (৩০ অক্টোবর) সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার চন্ডী প্রসাদ বিদ্যালয় মাঠে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সীরাত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্মসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া বলেছেন, বহু রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতাকে বিপন্ন করতে নানামুখী চক্রান্ত চলছে। অন্তর্র্বতী সরকারকে সর্বোচ্চ সতর্কতার সাথে এসব চক্রান্ত রুখে দিতে হবে। দেশপ্রেমিক মানুষ শহীদদের রক্তের সাথে কোনরূপ বিশ্বাসঘাতকতা মেনে নেবে না এবং গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আর কোন বৈষম্যও মেনে নেওয়া হবে না। কনফারেন্স জমিয়ত মহাসচিব উপস্থিত জনতাকে জমিয়তের পতাকাতলে আসার উদাত্ত আহ্বান জানিয়ে আরো বলেন, সকল প্রকার অবিচার ও বৈষম্য দূর করে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইলে অল্লাহর জমিনে আল্লাহর নেজাম ক্বায়েমের সংগ্রামে সবাইকে সামিল হতে হবে।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা খিজির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান বক্তার বক্তব্যে জমিয়ত সিনিয়র যুগ্মসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া উপরোক্ত কথা বলেন।
উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ বক্তার বক্তব্যে রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নির্বাহী সদস্য মাওলানা নজরুল ইসলাম,উত্তরের সভাপতি শায়খুল হাদীস আতাউর রহমান কোম্পানিগঞ্জী, দক্ষিণের সাংগঠনিক সম্পাদক কাজী আমিনুদ্দীন।
অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন,গোয়াইনঘাট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস,বিয়ানীবাজার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুব জমিয়তের সহ সভাপতি মহিউদ্দিন আলমগীর,উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি জাহিদ আল হাসান, সাধারণ সম্পাদক শায়খুল ইসলাম প্রমূখ।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302