একুশে নিউজ ডেস্ক :ফিনল্যান্ড প্রবাসী যুবলীগ নেতা ও আওয়ামীলীগ নেতাদের অর্থ দাতা সাজ্জাদুর রহমান মুন্নাকে বিএনপির কর্মী বানানোর চেষ্টায় সিলেট মহানগরের ২১নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
শনিবার (২ নভেম্বর) ২১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: খায়রুল ইসলাম খায়ের ও সাধারণ সম্পাদক আব্দুল মালিক সেবুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, ফিনল্যান্ড প্রবাসী যুবলীগ নেতা ও আওয়ামীলীগ নেতাদের অর্থ দাতা সাজ্জাদুর রহমান মুন্নার বাসায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় অভিযোগ রয়েছে। চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলাও আছে। কিন্তু গ্রেফতারের পর কয়েক পত্রিকা মুন্নাকে বিএনপি বানানোর অপচেষ্টা করে যাচ্ছেন। যা অত্যন্ত দুঃখজনক। আমরা ২১ নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ তা ঘৃণার সাথে প্রত্যাখান করি। সেই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
নেতৃবৃন্দ আর উল্লেখ করেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে ২১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হয়রানি করে আসছিল সাজ্জাদুর রহমান মুন্না। সেই সাথে পুলিশী গ্রেফতারে তথ্য ও টাকা দিয়ে সহযোগিতা করেছিল। ৫ই আগস্ট আওয়ামী সরকার পালিয়ে যাওয়ার পর খোলস পাল্টিয়ে বিএনপি কর্মী সাজার নাটক শুরু করে দিয়েছে মুন্না। তার এই নাটক মামলা থেকে বাঁচার জন্য। অথচ সে ফ্যাসিবাদী হাসিনার আমলে আওয়ামী এমপি মন্ত্রীদের সাথে দলীয় কর্মসূচিতে দেখা গেছে। দিনরাত তাদের পিছনে সময় ও টাকা দিয়ে সহযোগিতা করেছে। যা সোশ্যাল মিডিয়া ঘুরে বেড়াচ্ছে। এসব প্রমাণ থাকা সত্ত্বেও তাকে বিএনপি কর্মী বানানোর অপচেষ্টাকে আমরা বিএনপি প্রত্যাখান করি। আর সেই সাথে এই ধরনের সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য বিনীত আহবান জানাই।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302