একুশে নিউজ ডেস্ক : “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১ নভেম্বর শুক্রবার জাতীয় যুব দিবস ২০২৪ উপলক্ষ্যে সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে কাজির বাজার সেতুর মধ্যবর্তী স্থানে সকাল ১০.০০ ঘটিকায় যুব সমাবেশ, বেলা ১১.১৫ ঘটিকায় কাজির বাজার সেতু থেকে তালতলা পয়েন্ট, ঐতিহাসিক কোর্ট পয়েন্ট, বন্দরবাজার, জিন্দাবাজার পয়েন্ট হয়ে সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য যুব শোভাযাত্রা, দুপুর ১২.০০ ঘটিকায় সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, আমাদের যুবসমাজ জাতির প্রতিটি সংকটময় মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ২০২৪ সালের ৫ আগস্ট তারই কৃতিত্বপূর্ণ অবদান। ৫ আগস্ট থেকে বাংলাদেশের নতুনভাবে পথচলা শুরু হয়। ছাত্রজনতার বৈষম্যবিরোধী আন্দোলনের জন্য হারিয়ে যাওয়া গণতন্ত্র ও সার্বজনীন শান্তি আবার ফিরে পেয়েছে বাংলাদেশ। আগামীতে একটি স্বয়ংসম্পূর্ণ দেশে পরিণত করতে যুবসমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে। বাংলাদেশের যুবসমাজের মধ্যে ব্যাপকহারে কর্মহীনতা বিরাজ করছে। তাদেরকে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে দক্ষ আত্মনির্ভয়শীল জনগোষ্ঠীতে রূপান্তর করতে হবে। চাকুরীর দিকে না তাকিয়ে নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। উদ্যোক্তা হয়ে দেশের উন্নয়নে অগ্রনী ভুমিকা রাখতে হবে। তবেই দেশ স্বতঃস্ফুর্ততা নিয়ে এগিয়ে যাবে। দক্ষ যুবসমাজ তৈরীতে বর্তমানে দুটি বিষয় মারাত্মকভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তার একটি অনলাইন জুয়া আর একটি মাদক। এই দুটিকে দেশ থেকে নির্মূল না করলে দেশের অগ্রযাত্রা ব্যাহত হবে। সমাবেশে বক্তারা দক্ষ যুবসমাজ গড়তে অনলাইন জুয়া ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানান।
জাতীয় যুব দিবস-২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদারের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল হুসাইন। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সিকস’র কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ তালেব হোসেন তালেব, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী। সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিচালনা কমিটির সভাপতি আল হিলাল আহমদ, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সভাপতি আব্দুস সোবহান আজাদ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, সহ-সাধারণ সম্পাদক মোঃ মকবুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেল, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইব্রাহীম, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুর হোসেন, সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক গনেন্দ্র চন্দ্র দাস দেশমুখ, সাংগঠনিক সম্পাদক মোঃ মহিবুর রহমান মুহিব, যুবনেতা আব্দুর রাজ্জাক শাওন, গোলাপগঞ্জের যুবনেতা জিল্লুর রহমান জিলু, মিনহাজ উদ্দিন, বদরুল ইসলাম।
জাতীয় যুব দিবস-২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে বণার্ঢ যুব শোভাযাত্রায় সচেতন যুবসমাজের মধ্য থেকে তিন শতাধিক যুব নাগরিকবৃন্দ অংশগ্রহন করেন।