
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামে প্রভাবশালী নেতা নুরুল ইসলাম কর্তৃক নির্যাতনের শিকার হয়েছেন জহিরুল ইসলাম তানিম ও তার পরিবার। জহিরুল ইসলাম তানিম ইসলামপুর গ্রামের মৃত মজরুল ইসলামের ছেলে। খবর নিয়ে জানা যায়, গত ০৪ নভেম্বর (সোমবার) ইসলামপুর গ্রামের প্রভাবশালী নেতা নুরুল ইসলাম ও তার সহকর্মীরা জহিরুল ইসলাম তানিমকে শারীরিকভাবে নির্যাতন করে আহত করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রহিয়াছেন।
ঘটনার বিষয়ে স্থানীয় সূত্রে জানা যায়, জহিরুল ইসলাম তানিম একটি রাজনৈতিক মামলায় দীর্ঘদিন জেলহাজতে থাকার পর জামিনে মুক্তি পেয়ে তাদের নিজস্ব জমি জমা দেখাশুনা করতে গেলে প্রভাবশালী নেতা নুরুল ইসলাম তাকে বাধা দেয় এবং একপর্যায়ে তাকে শারীরিকভাবে নির্যাতন করে। এই প্রভাবশালী নেতার ভয়ে জহিরুল ইসলাম তানিমের অপর দুই ভাই ইতিমধ্যে দেশ ছেড়েছেন। বর্তমানে তাদের বাড়িতে কেউই বসবাস করিতেছেন না। ঘটনার বিষয়ে স্থানীয় এলাকাবাসী ও প্রশাসন নিশ্চুপ বলে আরো জানা যায়।