• ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে সফর, ১৪৪৭ হিজরি

কানাইঘাটে মুনতাহাকে হত্যার ঘটনায় আরও তিনজন আটক

admin
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৪
কানাইঘাটে মুনতাহাকে হত্যার ঘটনায় আরও তিনজন আটক

নিজস্ব প্রতিবেদক :  সিলেটের কানাইঘাটে শিশু মুনতাহা হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নারীসহ আরও তিনজনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে এখন পর্যন্ত এই ঘটনায় ৬ জনকে আটক করা হলো।

আটককৃতরা হলেন, ইসলাম উদ্দিন, নিজাম উদ্দিন ও নাজমা বেগম। এক আত্মীয়ের বাসা থেকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১০ নভেম্বর) দুপুরে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আওয়াল।

প্রসঙ্গত, নিখোঁজের সাত দিন পর আজ ভোরে গলায় রশি পেঁচানো অবস্থায় শিশু মুনতাহার মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, মুনতাহার বাড়ির পাশেই বৃদ্ধা আলিজান বসবাস করতো। মুনতাহাকে অপহরণের পর সে শিশুটিকে ড্রেনে ফেলে দেয়। আজ রোববার ভোরে ড্রেন থেকে তুলে শিশুটিকে মাটিচাপা দেয়ার সময় তাকে আটক করে এলাকাবাসী।

এদিকে, এ ঘটনায় অভিযুক্ত বৃদ্ধা আলিজানের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্দ জনতা। এর আগে, এ ঘটনায় বৃদ্ধা আলিজানসহ তিন নারীকে আটক করে পুলিশ।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিকেলে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু মুনতাহা। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি পরিবার। পরে এ ঘটনায় শিশুটির বাবা থানায় সাধারণ ডায়েরি করেন। এ ঘটনা জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও শিশুটির সন্ধানে চেয়ে পোস্ট দেন অনেকে।