একুশে নিউজ ডেস্ক : সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে র্যাব-১ ও র্যাব-৯ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১ এর উত্তরা ক্যাম্প কমান্ডার মেজর আহনাজ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় ইয়াহইয়া চৌধুরীর নামে সিলেটের কোতোয়ালি থানায় বিস্ফোরক দ্রব্য ও হত্যা চেষ্টা মামলা রয়েছে। তাকে উত্তরায় নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।
মেজর আহনাজ আরও বলেন, গ্রেফতার ইয়াহইয়া চৌধুরীকে সিলেটে নিয়ে যাওয়া হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে।
উল্লেখ্য, ইয়াহিয়া চৌধুরী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দলটির পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302