• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

রাষ্ট্র সংস্কারে ইসলামী আন্দোলন সার্বিক সহযোগিতা করবে: ডা. রিয়াজ

admin
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২৪
রাষ্ট্র সংস্কারে ইসলামী আন্দোলন সার্বিক সহযোগিতা করবে: ডা. রিয়াজ

একুশে নিউজ ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ বলছেন, রাষ্ট্র সংস্কারে ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্তবর্তী সরকারকে সার্বিক সাহযোগিতা করবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। একটি সত্যিকারের অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনী ব্যবস্থার সংস্কার জরুরী, না হয় রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসে তারাও এককভাবে ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করবে। তাই সংস্কার করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে পারলে নাগরিকের নিজেদের ভোটদানের এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেও সচেতনতা থাকবে। তবে মৌলিক বিষয়গুলোতে সব রাজনৈতিক দলের সমঝোতা থাকতে হবে তা না হলে সংস্কার চেষ্টা ব্যর্থ হওয়ার অসংখ্য থাকবে। নেতা ও ক্ষমতার পরিবর্তনে দেশের সার্বিক মুক্তি আসবে না, সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আদর্শবান ব্যক্তিদের কাছেই দেশের স্বাধীনতার ও সার্বভৌমত্ব নিরাপদ থাকবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের ১৫নং ওয়ার্ডের উদ্যোগে শুক্রবার (১৫ নভেম্বর) নগরীর সোহবানীঘাট পয়েন্টে নতুন সদস্য সংগ্রহ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

১৫নং ওয়ার্ড সভাপতি ইমরান আহমদ বাবুল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের দপ্তর সম্পাদক মোঃ জাবেদ আহমদ, কোতোয়ালি থানা সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সেক্রেটারী মোঃ মনির হোসাইন, ওয়ার্ড সেক্রেটারী সুমন আহমদ সহ থানা ওয়ার্ড নেতৃবৃন্দ।