যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন ষ্ট্যান্ড ফর হিউম্যান রাইটস এর উদ্যোগে যৌথ বাহিনীর সরাসরি গুলিতে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধ, অনতিবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন, সাংবাদিক, মানবাধিকার কর্মী, ফ্যাসিবাদ হাসিনা সরকারের আমলে গনতন্ত্রের পক্ষে আন্দোলনে অংশগ্রহনকারী রাজনীতিবীদেরকে হয়রানী বন্ধের দাবিতে সোমবার (১৮ নভেম্বর) বিকেলে হোয়াইটচ্যাপেল একটি হল রুমে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ষ্ট্যান্ড ফর হিউম্যান রাইট এর সভাপতি ছাত্রনেতা ছদরুল ইসলাম লোকমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ মিনহাজুল আবেদীন রাজার পরিচালনায় সভার শুরুতে কোরআন থেকে তেলাওত করেন আজিজুর রহমান।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন রাজনীতিবীদ, স্ট্যান্ড ফর হিউম্যান রাইট এর উপদেষ্টা ওসাবেক চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দীন, বিশেষ অতথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী ও রাজনীতিবীদ কাজল আহমদ জালালী, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বাংলাদেশ সত্যের শক্তির সভাপতি রাকেশ রহমান।
সভায় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ই আর আই এর সহ সভাপতি হাসনাত আল হাবিব, সংগঠনের সিনিয়র সহ সভাপতি ছাত্রনেতা বেলাল খান, সহ সভাপতি ছাত্রনেতা আবু বক্কর সিদ্দীক, শেরওয়ান আলী, আজিজুর রহমান, সহ সাধারন সম্পাদক মো মাহি, উজ্জল আলম চৌধুরী, মিনহাজুল আম্বিয়া জাকের, ই আর আইর সহ সাধারন সম্পাদক তোফায়েল আহমদ, সৈয়দ আব্দুল আজিজ মিলাদ, সহ সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রাহাদুল ইসলাম, সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আমিনা ইসলাম তানিয়া, প্রচার সম্পাদক মোঃ নাজমুল হোসাইন, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, সহ অর্থ সম্পাদক সৈয়দ জুয়েল, সহ সাংস্কৃতিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, সিনিয়র সদস্য হালিমুল ইসলাম হালিম, সদস্য তানভির আহমদ তুষার, খালেদ নুর রহমান, আমিন আকবর, জুনায়েদ আহমদ,আব্দুল আজীম, আরিফ হোসেন,আশরাফুল আলম শামীম,হোসাইন আহমদ,মোমতাহিনা জাহান নাদিয়া,আব্দুল কাইয়ুম লায়েক, নাজমুল আহমদ, মোঃআব্দুল হক, নাজমুল হোসেন,তামান্না ইসলাম,আল আমিন কবির সোহাগ,লায়েক আহমদ,সাইফুর রহমান,আরিফ হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ নিজাম উদ্দীন বলেন দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে নির্বাচনের রুপ রেখা দিতে হবে এবং অবৈধ হত্যাকান্ড বন্ধ করতে হবে।
সভায় সভাপতির বক্তব্যে ছদরুল ইসলাম লোকমান বলেনম বাংলাদেশের মানবাধিকার সংগঠন অধিকারের রিপোর্টে প্রকাশ করে যে শুধু সেপ্টেম্বর মাসে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকান্ডের শিকার হন ৫২ জন মানুষ যা উদ্বেগ করার বিষয়,স্বৈরাচার হাসিনার পতন হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে কিন্তু ছাত্রনামধারী কিছু সম্বনয়ক আজ দেশ কে অস্থির করে তুলছে এবং দেশ কে আবার ও একটি স্বৈরাচারী কায়দায় পরিচালনার পায়তারা করছে ও আমি সহ আমার সংগঠনের সাধারন সম্পাদক মোহাম্মদ মিনহাজুল আবেদিন রাজা,সিনিয়র সহ সভাপতি বেলাল খান,সহ সভাপতি আবু বক্কর সিদ্দীক,সেরওয়ান আলীর বাড়িতে পুলিশি তল্লাশী,হত্যার হুমকি,হামলার হুমকি দেওয়া হচ্ছে যা নিয়ে আমি এবং সংগঠনের মানবাধিকার কর্মীরা উদ্বেগ প্রকাশ করছি।
এসময় বক্তরা বাংলাদেশে অতি দ্রুত নির্বাচনের ব্যাবস্থা করার আহ্বান যানান।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302