• ২৬শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ময়ূরপঙ্খী সমাজকল্যাণ অ্যাওয়ার্ড পেলেন সিলেটের আতাউর ও কামরান

admin
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২৪
ময়ূরপঙ্খী সমাজকল্যাণ অ্যাওয়ার্ড পেলেন সিলেটের আতাউর ও কামরান

ময়ূরপঙ্খী সংস্থার উদ্যোগে লিজান গ্রুপ “ময়ূরপঙ্খী সমাজকল্যাণ অ্যাওয়ার্ড-২০২৪ অ্যাওয়ার্ড পেলেন সিলেটের দুই কৃতি সন্তান লন্ডন প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আতাউর রহমান আতা ও তালুকদার গ্রুপ অব কোম্পানীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী মো. ইমতিয়াজ কামরান তালুকদার।

ময়ূরপঙ্খী সংস্থা এর উদ্যোগে লিজান গ্রুপ “ময়ূরপঙ্খী সমাজকল্যাণ অ্যাওয়ার্ড-২০২৪ অনুষ্ঠান মিরপুর ৬নং সেকশনে অর্কিড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ উদ্যোক্তা যুব কার্ভিনাল অনুষ্ঠানে তাদের দুইজনকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমনের সভাপতিত্বে ও সাথী খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্স মহাব্যবস্থাপক জনসংযোগ (এম.ডি) কামরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর টি কাফে রিও ট্রিপ মরিয়ম নেছা ববি, লিজান গ্রুপের চেয়ারম্যান তানিয়া হক শর্মি, বাংলাদেশ নারী ফ্যাশন ডিজাইনার সোসাইটি প্রতিষ্ঠাতা সভাপতি ইরিন হক, আন্তর্জাতিক মেকআপ শিল্পী নাদিয়া আফরোজ, বাগদাদ গ্রুপের চেয়ারম্যান ড.ফেরদৌস খান আলমগীর প্রমুখ।

এছাড়াও রাজনৈতিক, সামাজিক, মিডিয়া ব্যক্তিত্ব ও সংবাদকর্মী ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।