• ২৬শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সাহেদের পিতৃবিয়োগে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের শোক

admin
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২৪
সাহেদের পিতৃবিয়োগে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের শোক

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল সালাম আজাদ সাহেদের পিতা আব্দুল খালিক (৮২) এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ।

মঙ্গলবার এক শোক বার্তায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দলনেতা সাহেদের পিতা আব্দুল খালিকের মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুম আব্দুল খালিক একজন সহজ, সরল ও পরহেজগার মানুষ ছিলেন। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতবাসী করেন এই প্রার্থনা করেন।