• ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

দোয়ারাবাজারে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংখ্যালঘুদের বাড়িতে অগ্নিসংযোগ ভাঙচুর লুটপাট

admin
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সোনাপুর গ্রামের আকাশ দাশ তার নিজ নামিও ফেসবুক একাউন্টে একটি পোস্টকে কেন্দ্র করে অত্র এলাকার কয়েক হাজার মুসল্লিরা এক যুগে সোনাপুর, মংলারগাঁও, পান্ডারগাঁও, সহ আসপাশের হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায়, আকাশ দাশের পোস্ট দেখে এলাকার মুসলিম তৌহিদী জনতা ও মুসল্লিরা একত্রিত হয়ে এই হামলা চালায়। এতে অনেক লোক গুরুতর আহত হয়, আহতদের মধ্যে অনেকেই মহিলা ও শিশু। গ্রামগুলোর অধিকাংশ বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর আসবাবপত্র, স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবিদুর রহমান খানের সাথে কথা বললে তিনি জানান, লোকমারফতে ঘটনা শোনার সাথে সাথে আমি ফোর্স সহ ঘটনাস্থলে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আপ্রাণ চেষ্টা করি এবং পাশাপাশি আমি সেনাবাহিনীর সহযোগিতার জন্য তাদের সাথে যোগাযোগ করি সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হলে আমাদের উভয়ের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বর্তমানে সেখানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও মোতায়ন করা হয়েছে যাতে করে আর কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন যে প্রায় ১৫ দিন আগে আকাশ দাশের ফেসবুক আইডি টি হ্যাক হয়ে যায় এবং সে থানায় এই বিষয়ে একটি সাধারণ ডায়েরি ও করেছিল। হ্যাকাররাই এই ধরনের পোস্ট করে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি করেছে।