ছদরুল ইসলাম লোকমান, যুক্তরাজ্য থেকে : বাংলাদেশের মহান বিজয় দিবসের তাৎপর্য এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় লন্ডনস্থ রয়েল রিজেন্সী হলে যুক্তরাজ্য বিএনপির আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সদস্য কয়ছর এম আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাছির উদ্দিন অসীম, কেন্দ্রীয় বিএনপির সদস্য ফয়সল চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি শায়েস্তা চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি মুজিবর রহমান, আবেদ রাজা, যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মামুন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন, তাহিরপুর উপজেলা সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম কামরুল, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোঃ নিজাম উদ্দীন চেয়ারম্যান,স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য এজে লিমন, যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাছির আহমদ শাহীন, সাধারণ সম্পাদক আবুল হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম শিমু, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহিলা দলের আহ্বায়ক ফেরদৌসী রহমান,সিলেট মহানগর ছাত্রদলের সহ সভাপতি তানভীর আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী ঐক্য পরিষদ ইউকের সাংগঠনিক সম্পাদক ছদরুল ইসলাম লোকমান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আদিল আহমদ রিমন, সহ সাধারণ সম্পাদক ও এমসি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোহাম্মাদ মিনহাজুল আবেদীন রাজা, কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক বেলাল খান, সাবেক ছাত্রদল নেতা তানভীর আহমদ তুষার, মোঃ মিজানুর রহমান, সাব্বির আহমদ চৌধুরী, জুনায়েদ আহমদ, মোঃ শিহাব আহমদ ঘোরী সহ যুক্তরাজ্য বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতৃবৃন্দ ।
প্রধান অতিথি বক্তব্যে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশর স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপোষহীন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল ২০২৪ সালে তাহার সুযোগ্য পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে।তিনি আরও বলেন অতিদ্রুত বাংলাদেশ নির্বাচন দিতে হবে,জনগণের ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হলে দেশে আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার নিশ্চিত হবে ।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302