
স্টাফ রিপোর্টার : সিলেট এমসি কলেজ ছাত্রলীগের এক নেতার ওপর অতর্কিত হামলা করেছে ছাত্র শিবিরের কর্মীরা। বুধবার (৪ ডিসেম্বর) ২টার দিকে নগরীর টিলাগড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এমসি কলেজ ছাত্র শিবিরের সভাপতি ইসমাইল খান সৌরভের নেতৃত্বে এমসি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি বদরুল হুদা’র উপর এ হামলা করা হয়েছে। এতে গুরুতর আহত হয় ছাত্রলীগ নেতা বদরুল।
আহত বদরুল হুদা সুনামগঞ্জ জেলার আলমপুর গ্রামের মদরিছ আলীর ছেলে। তিনি সিলেট মুরারিচাঁদ কলেজের (এমসি) ইংরেজি বিভাগের ছাত্র ও কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। বদরুল বর্তমানে সুনামগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত বদরুলের পিতা মদরিছ আলী অভিযোগ করে বলেন, আজ টিলাগড় মসজিদে যোহরের নামাজ শেষ করে আমার ছেলে বাসায় যাচ্ছিলো। এমন সময় জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন এমসি কলেজ ছাত্র শিবিরের সভাপতি ইসমাইল খান সৌরভের নেতৃত্বে ১৫-২০ জন লোক এসে হামলা করে। তাঁকে বেধরক মারধর শুরু করে। তখন আশেপাশের লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তখন আমরা ভয় পেয়ে সিলেট চিকিৎসা না করিয়ে সুনামগঞ্জ নিয়ে আসি।
এ বিষয়ে চিকিৎসক বিপুল চন্দ্র ঘোষ জানান, আজ সন্ধ্যা ৭টার দিকে বদরুল হুদা নামের আহত এক ব্যক্তিকে আমাদের হাসপাতালে নিয়ে আসে। আহত ব্যক্তির পা ভাঙা ছিলো তাকে প্লাস্টার করে দেওয়া হয়েছে পরবর্তীতে অপারেশন করাতে হবে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনির হোসেন বলেন, টিলাগড় এলাকায় ছাত্রলীগের এক নেতাকে মারধরের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায় নি। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।