নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট জেলা শাখার উদ্যোগে (৬ ডিসেম্বর) শুক্রবার সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায় জিকির শুরু হবে।
মাহফিলটি ৬, ৭ ও ৮ ডিসেম্বর পর্যন্ত চলবে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মোঃ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। মাহফিলের প্রথম দিনের উদ্বোধনী বয়ান শুরু হবে শুক্রবার বাদ আসর। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শায়খুল হাদীস, হযরত মাওলানা মুফতী সৈয়দ মোঃ ফয়জুল করীম শায়খে চরমোনাই।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা হাফিজ ইউনুস আহমাদ পীর সাহেব খুলনা ও খলীফা চরমোনাই, পীর সাহেব চরমোনাই রাহ., হযরত মাওলানা মুফতী সৈয়দ ইসহাক মোঃ আবুল খায়ের ছাহেবজানা পীর সাহেব চরমোনই, হযরত মাওলানা মুস্তফা কামাল শাহপুর হাদীস ও দিবাহী মুহতামিম, ভাটিয়া বাজার মাদরাসা, সুনামগঞ্জ, হযরত মাওলানা নুরুল ইসলাম বারইগ্রামী মুহতামিম, বারইগ্রাম মুরকানিয়া ইসলামিয়া মাদরাসা, সিলেট, হযরত মাওলানা মুফতী আবুল হাসান ইমাম ও খতীব, কেন্দ্রীয় জামে মসজিদ জকিগঞ্জ, হযরত মাওলানা মনজুর রশীদ আমিনী মুহতামিম, দারুল হালীদ খেলাফত বিল্ডিং সিলেট, হযরত মাওলানা মুফতী ওমর ফারুক সন্দ্বীপী খলীফা, আল্লামা আহমদ শফী রাহ, হযরত মাওলানা ফরিদ উদ্দীন আল মোবারক, হযরত মাওলানা ফয়জুর রহমান নায়েবে মুহতামিম ও মুহাদ্দিস, জামেয়া মুহাম্মদিয়া বিশ্বনাথ, হযরত মাওলানা নজমুদ্দীন কাসেমী ইমাম ও খতীব, নাইওরপুল জামে মসজিদ সিলেট, হযরত মাওলানা মুফতী রেজাউল করীম আবরার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, হযরত মাওলানা লোকমান সাদী মুহতামিম জামিয়া মা’আরিফুল কুরআন হবিগঞ্জ, হযরত মাওলানা আব্দুল আউয়াল খলীফা, পীর সাহেব চরমোনাই রাহ., হযরত মাওলানা আব্দুল মজিদ খলিফা পীর সাহেব চরমোনাই রাহ, হযরত মাওলানা আব্দুর রহমান মুহাদ্দিস জামিয়া গহরপুর সিলেট, হযরত মাওলানা লুৎফুর রহমান ফরায়েজী পরিচালক তালীমুল ইসলাম ইনস্টিটিউট ঢাকা, হযরত মাওলানা নোমানুল হক চৌধুরী নাজিমে তা’লীমাত সুলতানপুর মাদরাসা, হযরত মাওলানা রেজাউল করীম টাঙ্গাইল সদর, হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা। এছাড়াও আরো দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ ওয়াজ মাহফিলে বক্তব্য রাখবেন।
বাংলাদেশ মুজাহিদ কমিটির সাধারণ সভাপতি আলহাজ ইসহাক আহমেদ জানিয়েছেন, মাঠজুড়ে বিশাল বড় প্যান্ডেল তৈরী করা হয়েছে। মুসুল্লিদের ওয়াজ শুনার জন্য পর্দার সাথে মহিলাদের বয়ান শোনার জন্য আলাদা প্যান্ডেল করা হয়েছে। মুসল্লিদের নিরাপত্তায় প্রশাসন সহ মাহফিল কমিটির নিজস্ব ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবক কাজ করছে। মাহফিল সকলে পোস্টারিং লিফলেট ব্যানার ফেস্টুন মাইকিং সহ শহরের সকল ইমামদের দাওয়াত এবং তাদের মাধ্যমে মুসল্লিদের দাওয়াতের ব্যবস্থা করা হয়েছে। সার্বক্ষণিক জেনারেটর সহ নিরাপত্তার জন্য সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। ৩ দিনব্যাপী মাহফিলে প্রতিদিন ফজর ও মাগরিবের নামাজ পর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই ও মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302