একুশে নিউজ প্রতিবেদক : রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিদের একসভা গতকাল শনিবার রাত ৯টায় মিরা পাড়ায় অনুষ্ঠিত হয়।
রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার সহ-সভাপতি হারুন রশিদের সভাপতিত্বে প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন সংগঠনের মহানগর শাখার প্রধান উপদেষ্টা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা সভাপতি আবু জাফর,সংগ্রাম পরিষদের সহ-সভাপতি মনজুর আহমদ, ১৪নং ওয়ার্ড সভাপতি নিজাম উদ্দিন, ১৯নং ওয়ার্ড সভাপতি সৈকত আহমদ, তেররতন আঞ্চলিক শাখার সভাপতি রফিক আহমদ, ৩২নং ওয়ার্ডের আজিজুর রহমান, দুদু মিয়া প্রমূখ।
প্রতিনিধি সভায় বক্তারা বলেন, ব্যাটারি রিকশা ও ইজিবাইক সহ ব্যাটারিচালিত যানবাহনের জন্য প্রনীত "থ্রী-হুইলার ও সমজাতীয় মোটরযান সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রন নীতিমালা -২০২৪" আগামী ১ মাসের মধ্যে সমস্ত অংশীজনের সাথে বৈঠক করে চুড়ান্ত এবং নীতিমালা অনুযায়ী ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, চালকের লাইসেন্স ও রুট পারমিট প্রদান করার আহবান জানান।
বক্তারা সিলেট মহানগরে ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের চালকসহ সংশ্লিষ্টদের প্রতি প্রধান প্রধান ও মহাসড়কে গাড়ি না চালাতে ও ট্রাফিক আইন মেনে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়তা করার জন্য আহ্বান জানান। সেই সাথে ট্রাফিক কতৃপক্ষ কেও অযথা ব্যাটারি চালিত যানবাহন হয়রানি-উচ্ছেদ- আটক বন্ধ করার আহ্বান জানান।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302