নিজস্ব প্রতিবেদক : জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সিলেট নগরের বেশ কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-৪ এর নির্বাহী প্রকৌশলী।
তিনি জানান, জরুরি কাজের জন্য বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা নগরের পাঠানটুলা, সুরমা গেইট, বিজিবি ক্যাম্প, আনছার ক্যাম্প, শ্রাবনী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আ/এ, মদিনা মার্কেট, বিশ্ববিদ্যালয় গেইট, করেরপাড়া, পনিটুলা, নোয়াপাড়া, কালিবাড়ীরোড, গ্রীন সিটি, হাওলাদারপাড়া, ব্রাহ্মনশাসন, সতীশ চন্দ্র স্মরণী রোড, সৎ সঙ্গ বিহার ও বিজিবি স্কুল, নোয়াপাড়া, কারিপাড়া, বড়বাড়ী, ধামালিপাড়া, নতুনবাজার, ব্রাক্ষণশাসন, সোনালী আ/এ, খাদরা মডেল টাউন, মোহাম্মাদী আ/এ, দুসকি, ভাটাবাজার, উপরপাড়া ও কুরবান টিলা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তৎক্ষণাৎ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302