একুশে নিউজ প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে ব্যতিক্রমী কুটির শিল্প তৈরী করেছেন সিলেট নগরী কুশিঘাট বুরহানাবাদ এলাকার বাসিন্দা আলোর ফেরিওয়ালা কুটি শিল্পী ইমতিয়াজ রহমান ইনু। এবার বিজয় দিবসে নিজের কুটি শিল্প চর্চা মাধ্যমে তুলে দরলেন রং কাটে কাগজ পেলাস্টিক বোটে। নিজের মাধুরি মাখা স্মরণ করেন তাহার শিল্প চর্চা রয়েছে "সব কয়টি জনালা খুলে দেওয়" রক্ত বিনিময়ে স্বাধীনতা "শহিদ মিনার, বাংলা কলম, রবীন্দ্রনাথ ঠাকুরের কুটি মঞ্জিল ১৯৭১ সালে সিলেট কীন ব্রীজ আলী আমজাদ ঘড়ি।
সকল শহিদদের স্মরণ করে ইমতিয়াজ রহমান ইনু বলেন, বলেন নতুন প্রজন্মের মাঝে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস ধরে রাখতে হবে প্রতিনিয়ত। সকল মুক্তিযুদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন করা আমাদের সকলের দায়িত্ব। একাত্তরের মুক্তিযুদ্ধে দেশের শ্রেষ্ঠ সন্তান। তারা নিজের জীবন বাজি রেখে দেশে মহান স্বাধীনতা বিজয় অর্জন করেছিলেন। একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দেশ গড়ার স্বপ্নে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁরা এমন একটি দেশের স্বপ্ন দেখেছিলেন, যেখানে মানুষের মৌলিক চাহিদার নিশ্চয়তা থাকবে, সবার কর্মসংস্থান হবে, সমাজে শোষণ ও বৈষম্য থাকবে না। শিল্প সাংস্কৃতিক ব্যক্তিরা একাত্তরে বিশলা ভূমিকা রেখেছিলেন বাংলা মায়ের মাটি ও মানুষের জন্য।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302