একুশে নিউজ ডেস্ক : মহান বিজয় দিবস উপলক্ষে ১ম ইমরানুল ইসলাম জাসিম ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট রোববার (১৫ ডিসেম্বর) ২৮নং ওয়ার্ড বরইকান্দি ২নং রোড মাঠে দুপুর ১১টা হতে শুরু করে মধ্যরাত ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সিলেট জেলার সাবেক ফুটবলার আব্দুল মালেক শাহজাহান, সিলেট সদর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, মহানগর বিএনপি নেতা মাসুম আহমদের সভাপতিত্বে, নুরুল ইসলাম রুহেল ও মেহেদী হাসান রুমনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সাংসদের সাবেক সহ-সভাপতি বিশিষ্ট ক্রীড়া অনুরাগী জননেতা আব্দুল আহাদ খান জামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, জাতীয় ব্যাডমিন্টন দলের কোচ, শিব্বির আহমদ, সৌদি প্রাদেশিক শাখার আহ্বায়ক জাকারিয়া আরিফিন ফয়সাল, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ নুরুল আমিন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম রুহুল, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহাদাত খান, তোফায়েল আহমেদ তুহিন, ইভিনিং ক্লাবের উপদেষ্টা জুয়েল আহমদ, সভাপতি ফয়েজুর রহমান, সাধারণ সম্পাদক আল আমীন সুমন, ফরহাদ আহমেদ, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকতি মুকুল, স্বেচ্ছাসেবক দল নেতা মাহবুবুর রহমান বাপ্পি, আজমল আহমদ, মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জিয়া চৌধুরী লাভলু, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ইসমাইল আব্দুল্লাহ শিহাব, ছাত্রদল নেতা শেখ নাদিম আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল আবেদীন। টুর্নামেন্ট পরিচলনা কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাহের আহমদ বাদল, আবু বক্কর সিদ্দিক, ইয়াসিন আহমদ জনী, সামির, আব্দুল্লাহ, আদনান আহমেদ, আইমান, আরাবি, মুবিন, আহমদ আলী, সাব্বির, আহবাব, সালমান, সাকিব, রনি, রুহান, আরিফ প্রমুখ
টুর্নামেন্টে ৩২ দল অংশগ্রহণ করে ফাইনাল চ্যাম্পিয়ন হয় বরইকান্দি মাঝপাড়া স্পোর্টিং ক্লাব, রানারআপ হয় আরাফাত ফাইটার্স বরইকান্দি ৩নং রোড।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন, স্বাস্থ্য ভালো থাকলে মনও ভালো থাকে। সুস্থ দেহ ও মন কাজের প্রতি আগ্রহ এবং কাজের গতি বাড়ায়। আর দেহ ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেছেন, ‘খেলাধুলাকে বেশি গুরুত্ব দিয়ে তরুণ প্রজন্ম যত বেশি অংশ নেবে ততটাই তাদের মনমানসিকতা আরো ভালো হবে।