একুশে নিউজ ডেস্ক : উচ্চশিক্ষা মানুষের নৈতিকতা ও মূল্যবোধকে জাগ্রত করে। শিক্ষা অর্জন করে আলোকিত মানুষ হয়ে সবার জন্য কাজ করতে হবে। । সকল সংকীর্ণতা দূর করে দেশ ও মানুষের সেবায় এক হয়ে কাজ করতে হবে বলে শিক্ষার্থীদের আহ্বান করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে সুনামগঞ্জের দোয়ারাবাজারে, সিলেটস্থ দোয়ারাবাজার সমিতি’র উদ্যোগে এইচএসসি ও আলিম পরিক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষা সচিব আরো বলেন,শিক্ষা মানুষকে সমাদৃত করে, মানুষের মধ্যে চেতনাবোধ জাগ্রত করার জন্য কাজ করে। শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলা, বাস্তববাদী ও যুক্তিবাদী করে গড়ে তোলা।
কিন্তু এ কথা আবার সবার ক্ষেত্রে প্রযোজ্য না-ও হতে পারে। অনেক ব্যক্তি আছেন, যারা প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি, কিন্তু বাস্তববাদী ও যুক্তিবাদী হিসেবে সমাজে সমাদৃত হয়ে আছেন সম্মানের পাত্র হিসেবে। তবে এ ক্ষেত্রে সু-শিক্ষাকে কোনোভাবেই উপেক্ষা করার বা খাটো করে দেখার সুযোগ নেই। কেননা, শিক্ষিত হলেই যে একজন মানুষের ভেতরের ভালো ভাবনাগুলো জাগ্রত হবে, সেটিও ঠিক নয়।
তিনি বলেন,শিক্ষার আরো একটি কাজ হলো মানুষকে আলোকিত করা, আলোকিত সমাজ গঠন করা। আবার অনেক অশিক্ষিত মানুষের কাছ থেকে আমরা শিক্ষিত একজন মানুষের চেয়েও বেশি মেধা ও মননশীল গুণাবলি খুঁজে পেতে পারি। পৃথিবীতে অনেক মনীষী আছেন, যারা কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেননি। তবে সব ক্ষেত্রেই ব্যতিক্রমকে অস্বীকার করার উপায় নেই।
তাই সু-শিক্ষা অর্জন করে আলোকিত মানুষ হয়ে সবার জন্য কাজ করতে হবে। । সকল সংকীর্ণতা দূর করে দেশ ও মানুষের সেবায় এক হয়ে কাজ করার জন্য সকল শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি।
সিলেটস্থ দোয়ারাবাজার সমিতি’র সভাপতি শমসের আলী’র সভাপতিত্বে ও সমিতি’র সাধারণ সম্পাদক মো: ছায়াদ মিয়ার সঞ্চালনায় দোয়ারাবাজার সরকারি ডিগ্রী কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম,দোয়ারাবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল হক,সিলেট মেট্রোপলিটন ‘ল’ কলেজের অধ্যপক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী, সমাজ সেবক ডাঃ হারুন অর রশীদ, বোগলা রুছমত আলী রামসুন্দর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, দোয়ারাবাজার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মশিউর রহমান,সমিতি’র উপদেষ্টা উকিল উদ্দিন আহমদ, সমুজ আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অসীম মুধক, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র উপদেষ্টা আজিজুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সমিতি’র সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসাইন,সহ সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার জাফর আলী, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক,সংবর্ধিত শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় সাংবাদিকগণ।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302