
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক মিজানুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। গত শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে জুড়ী উপজেলার ভোগতেরা গ্রামের মিজানুর রহমানের বাড়িতে ছাত্রদলের বেশ কিছু নেতাকর্মী আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দিয়ে এ হামলা চালায়। এসময় বাড়িতে কোন পুরুষলোক না থাকায় বাড়ির মহিলারা পালিয়ে প্রাণে বেঁচে যান। পড়ে তারা বাড়িতে কাউকে না পেয়ে ঘরে আগুন জ্বালিয়ে দেয়। আগুনে ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
গতকাল শনিবার সরেজমিনে ভোগতেরা গ্রামের ওই বাড়িতে গিয়ে দেখা যায়, ঘরের দরজা জানালা ভেঙ্গে দেয়া হয়েছে। ভাঙ্গা দরজা জানালার বেশ কিছু অংশ আগুনে পুড়ে গেছে। ঘরের ভেতরের সকল আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

মিজানুর রহমানের মা জানান, ছাত্রদের ছেলেরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দিয়ে বাড়িতে প্রবেশ করে। আমার ছেলেকে খোঁজতে থাকে। আমরা ভয়ে পেছনের দরজা দিয়ে বেড়িয়ে যাই। পড়ে তারা আমার ঘরে আগুন জ্বালিয়ে দেয়।
জুড়ী থানার অফিসার ইনচার্জ জানান, বাড়িতে হামলা ও আগুন দেয়ার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
জানা যায়, একই দিন জুড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন সাবেল ও সাবেক সভাপতি এ আর সাজেদের বাড়িসহ আরও কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ছাত্রদলের নেতাকর্মীরা।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302