একুশে নিউজ ডেস্ক : সিলেট জেলা বিএনপির উপদেষ্টা যুক্তরাষ্ট্র প্রবাসী শাহ কামাল। যিনি দীর্ঘ দিন থেকে যুক্তরাষ্ট্র অবস্থান করছেন। বিগত আন্দোলন সংগ্রাম অনেক প্রবাসী দেশের নেতাকর্মীদের খোঁজখবর নিলেও তিনি সে ধরনের কোন ভূমিরা রাখেন নি। শাহ কামালের বিরুদ্ধে রয়েছে না অভিযোগ।
তিনি বিগত দিনগুলোতে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ব্যবহার করে বিভিন্ন ধরনের ফায়দা হাসিল করেছেন।
সিলেট-৩ সংসদীয় আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিবের সাথে ছিলে তার ব্যক্তিগত সম্পর্কে। শাহ কামাল দেশে আসলেই এমপি হাবিবকে তার বাড়িতে নিয়ে দাওয়াত করে আপ্যায়ন করাতেন। একদিকে দলী নেতাকর্মীরা আন্দোলন সংগ্রামে ব্যস্ত আর শাহ কামাল ব্যস্ত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে আমোদ ফুর্তিতে।
দলীয় একটি সূত্র জানায়, সিলেট জেলা বিএনপির এক প্রভাবশালী নেতার হাত ধরে তিনি যুক্তরাষ্ট্রে বসে সহ-সভাপতি মর্যাদার উপদেষ্টা পদ ভাগিয়ে নেন শাহ কামাল। তিনি বিগত দিন গুলোতে দক্ষিণ সুরমা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদল সহ অঙ্গসহযোগি সংগঠনের কোন নেতাকর্মীকে কোন ধরনের সহযোগিতা করেন নি।
অথচ অনেক নেতা রয়েছেন যারা বিগত দিনগুলোতে রাজপথে আন্দোলন সংগ্রাম করে সাহসী ভূমিকা রেখেছেন। তাদের বাদ দিয়ে একজন যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগের সাথে যার আতাত সেই শাহ কামালকে জেলা বিএনপির উপদেষ্টা করায় তৃণমূল বিএনপির নেতাকর্মীরা হতাশাগ্রস্থ।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302